Poco C51 লঞ্চ হল মাত্র 5,999 টাকায়, Airtel গ্রাহকদের জন্য বিনামূল্যে 50GB ডেটা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 15, 2023 | 9:30 PM

Airtel ব্যবহারকারীরা এই Poco C51 স্মার্টফোনের মাধ্যমে অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। যে সব এয়ারটেল কাস্টমার Poco C51 ক্রয় করবেন, তাঁরা একবারে 50GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এয়ারটেলের কাছ থেকে।

Poco C51 লঞ্চ হল মাত্র 5,999 টাকায়, Airtel গ্রাহকদের জন্য বিনামূল্যে 50GB ডেটা
কেবল এয়ারটেল কাস্টমারদের জন্য এল Poco C51।

Follow Us

Poco C51 ভারতে লঞ্চ হল খুবই কম দামে। এই ফোন লঞ্চের জন্য Airtel এর সঙ্গে জুটি বেঁধেছে Poco। হাই-স্পিড 4G এবং 5G-র জমানায় দেশের বহু মানুষই এখন 2G ফিচার ফোন ব্যবহার করছেন। সেই তাঁদের একটা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে এবং সর্বোপরি 4G-তে কনভার্ট করতে জুটি বেঁধেছে Poco এবং Airtel। এই ফোনের দামও বেশ কম, মাত্র 5,999 টাকা। পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু ফিচার্স। একমাত্র Flipkart থেকেই এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Poco C51 ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাবে 18 জুলাই থেকে। তবে এই ফোনে কেবল মাত্র Airtel এর সিম কার্ডই ব্যবহার করা যাবে। Poco এবং Airtel এর এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের লক্ষ্য হল সারা দেশে স্মার্টফোন ক্রেতাদের জন্য সস্তার অপশন নিয়ে আসা, যাঁতে 2G থেকে 4G-তে কনভার্ট হতে তাঁদের বেশি ভাবতে না হয়।

Airtel ব্যবহারকারীরা এই Poco C51 স্মার্টফোনের মাধ্যমে অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। যে সব এয়ারটেল কাস্টমার Poco C51 ক্রয় করবেন, তাঁরা একবারে 50GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এয়ারটেলের কাছ থেকে। তার থেকেও বড় কথা হল, যাঁরা এই ফোনের মাধ্যমে নিজেদের অন্য কোনও টেলিকম সংস্থা থেকে Airtel-এ নিজেদের কনভার্ট করতে চাইলে, তাঁদের বাড়িতেই সম্পূর্ণ বিনামূল্যে সিম ডেলিভারি দেবে টেলিকম সংস্থাটি।

Poco C51 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি 6.52 ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে রয়েছে লেদার ডিজ়াইন। চমৎকার ডিসপ্লেটি দুর্ধর্ষ ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে কাস্টমারদের। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি MediaTek Helio G36 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 4GB RAM এর সঙ্গে। এই র‌্যাম আপনি ভার্চুয়ালি বাড়িয়ে নিতে পারবেন স্টোরেজ থেকে আরও 3GB নিয়ে। এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি।

এই Poco C51 স্মার্টফোনের মধ্যে দিয়ে সংস্থাটি দেশের একটা বড় শ্রেণির কাস্টমারের সস্তার 4G স্মার্টফোনের চাহিদা মেটাতে তাইছে। সমস্ত এয়ারটেল কাস্টমাররা ফ্লিপকার্টে 18 জুলাই থেকে এই ফোন ক্রয় করতে পারবেন। ফোনটির মধ্যে দিয়ে দেশের একটা বড় অংশের ক্রেতা নিজেদের 4G স্মার্টফোনে আপগ্রেড করিয়ে নিতে পারবেন এবং ডিজিটাল বিপ্লবের অংশ হতে পারবেন।

Next Article