Flipkart-এ শুরু হয়েছে বছরের সবথেকে বড় সেল Big Saving Days। এই সেলে আপনি ইলেকট্রনিক গ্যাজেটস থেকে শুরু করে আরও নানাবিধ প্রডাক্টে পেয়ে যাবেন 80% পর্যন্ত ছাড়। তার উপরে আবার থাকছে বাই ওয়ান গেট ওয়ান অফারও। যে প্রডাক্টই আপনি কিনবেন, তাতেই থাকছে দুর্দান্ত ছাড়। এই ফ্লিপকার্ট সেলের লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে, 80% পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে একাধিক ইলেকট্রনিক্স প্রডাক্ট। এই সেলে আপনি যেমন 14,990 টাকায় দুর্দান্ত একটা ল্যাপটপ পেয়ে যাবেন, তেমনই আবার সেরার সেরা একটা প্রিন্টার ক্রয় করতে পারবেন 2,199 টাকায়। আর এই সেলেই আপনি পেয়ে যাবেন জনপ্রিয় একটা Poco ফোন, তা-ও আবার খুবই কম দামে।
সেই ফোনের নাম Poco C55। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ় সেলে ফোনটি আপনি খুবই কম দামে পেয়ে যাবেন। এমনিতে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে এই ফোনের দাম 11,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট অফারের ডালি সাজিয়ে এই ফোন আপনার হাতে তুলে দেবে মাত্র 7,999 টাকা। অর্থাৎ ফোনটির উপরে আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি 4,000 টাকার ছাড়। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে একটি 50MP ক্যামেরা এবং পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর।
Poco C55 ফোনে একটি 120Hz টাচ স্যাম্পলিং রেট ও 60Hz রিফ্রেশ রেটের 6.71 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 5MP ক্যামেরা। 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটির। সেটাই আপনি আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। সিকিওরিটির জন্য এতে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনটিতে রয়েছে একটি 5,000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ধুলো এবং জল থেকে প্রতিরোধের জন্য ফোনটি IP52 রেটেড। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে Wi-Fi, 4G, ব্লুটুথ 5.1, GPS এবং মাইক্রো-USB সাপোর্ট।