ভক্তের Oppo Reno 8T ছুড়ে ফেলে দিলেন রণবীর কাপুর! সত্যি নাকি বিজ্ঞাপনী চমক?
Oppo Reno 8T ফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তারই প্রোমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে এই ভিডিয়োটি শুট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক ভক্তের ফোন ছুঁড়ে ফেলছেন বলি অভিনেতা রণবীর কাপুর।
Oppo Reno 8T Launch Update: ভক্তকুলের মধ্যমণি তিনি। যেখানেই যান, ভক্তরা ছেঁকে ধরেন। তবে এবার কিছুটা রেগে গিয়েছিলেন। এতটাই রেগে গিয়েছিলেন যে, এক ভক্তের ফোনটা ছুঁড়েই ফেলে দিলেন রণবীর কাপুর। সিরিয়াসলি নিলেন নাকি? এক্কেবারে নেবেন না। তার কারণ, এ ছিল বিজ্ঞাপনী চমক। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক ভক্তের ফোন ছুঁড়ে ফেলছেন বলি অভিনেতা রণবীর কাপুর। সেলফির আবদারে প্রিয় অভিনেতার দিকে এগিয়ে আসছিলেন ওই ভক্ত। প্রথমে ফোনটা ধরে দেখলেন রণবীর, তারপর তা ছুঁড়ে ফেললেন তিনি। আসলে, Oppo Reno 8T ফোনটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তারই প্রোমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে এই ভিডিয়োটি শুট করা হয়েছে।
ভারতে এখন OPPO-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রণবীর কাপুর। এর আগেও Oppo Reno Series-এর একাধিক ফোন প্রোমোট করেছিলেন তিনি। এখন যেহেতু ফোনটির প্রোমোশনাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছে, তাই তার লঞ্চ যে শীঘ্রই হতে চলেছে, তা পরিষ্কার।
Oppo Reno 8T: ভারতে কবে লঞ্চ হতে পারে?
বিগত এক সপ্তাহ ধরে Oppo Reno 8T ফোনের একাধিক ফিচার, স্পেসিফিকেশন, এমনকি দামও লিক হয়েছে। জানা গিয়েছে, 3 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে ফোনটি। লিক থেকে জানা গিয়েছে, ফোনের দাম হতে পারে 28,999 টাকা বা 29,999 টাকা। হ্যান্ডসেটটির একের বেশি RAM ও স্টোরেজ কনফিগারেশন থাকবে বলেও জানা গিয়েছে। আর সেই সব স্টোরেজ মডেলগুলির উপরে নির্ভর করবে Oppo Reno 8T-র দাম।
View this post on Instagram
একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভারতে Oppo Reno 8T ফোনের 4G এবং 5G দুই-ই মডেল থাকবে। তবে জল্পনা চলছে, এই ফোনের সঙ্গে OPPO Enco Buds2 TWS ইয়ারবাড সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হতে পারে প্রি-বুকিং অফারে।
Oppo Reno 8T: স্পেসিফিকেশন, ফিচার
Oppo Reno 8T ফোনে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড 10 বিট ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে এবং তার রিফ্রেশ রেট 120Hz। দুটি ভিন্ন ফ্লেভারে লঞ্চ হতে পারে ফোনটি। তার মধ্যে 4G মডেলটি চালিত হতে পারে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর দ্বারা এবং 5G মডেলটি চালিত হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরের সাহায্যে। এই হ্যান্ডসেট পেয়ার করা থাকতে পারে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।
5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে Oppo Reno 8T-এ। 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফোনটি। অপ্টিক্সের জন্য হ্যান্ডসেটটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। দুটি ক্যামেরার একটি 108MP প্রাইমারি এবং 2MP গৌণ ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে থাকছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। সফটওয়্যার হিসেবে ফোনটিকে চালনা করার জন্য থাকছে Android 13 ভিত্তিক ColorOS বিল্ড আউট অফ দ্য বক্স।