Realme 10 4G মাত্র 599 টাকায়? অবাক লাগলেও এটাই সত্যি, এখনই দেখুন আসল কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 17, 2023 | 12:06 PM

Flipkart Sale: 15 জানুয়ারি থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল সাইটের মাধ্যমে প্রথমবার এই স্মার্টফোনটির সেলে বিক্রি করা হবে।

Realme 10 4G মাত্র 599 টাকায়? অবাক লাগলেও এটাই সত্যি, এখনই দেখুন আসল কাণ্ড

Follow Us

Realme 10 Sale On Flipkart: চলতি বছরের 9 জানুয়ারি Realme 10 4G ভারতে লঞ্চ হয়েছে। তবে 15 জানুয়ারি থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল সাইটের মাধ্যমে প্রথমবার এই স্মার্টফোনটির সেলে বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রথম সেলের অংশ হিসাবে রিয়েলমির এই নতুন স্মার্টফোনে একাধিক লঞ্চ অফার প্রযোজ্য থাকছে। ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারে সস্তায় কেনা যাবে Realme 10 4G স্মার্টফোনটি। ভারতে Realme 10 4G স্মার্টফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে 4 GB র‌্যাম ও 64 GB স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম 13,999 টাকা ধার্য করা হয়েছে। আর 8 GB র‌্যাম ও 128 GB স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টর দাম 16,999 টাকা। ক্ল্যাশ হোয়াইট এবং রাশ ব্ল্যাক কালার অপশন রয়েছে।

সেলে Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে Realme 10 4G স্মার্টফোনটির 4 GB ও 8 GB র‌্যাম, অর্থাৎ উভয় বিকল্প কেনার ক্ষেত্রেই 5% বা 850 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আবার, Citi এবং ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্য়বহার করলে ধার্য মূল্যের উপর আরও 1,OOO টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

আবার পুরনো মোবাইল এক্সচেঞ্জ করে রিয়েলমির এই Realme 10 4G স্মার্টফোনটি কিনলে এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। এক্ষেত্রে 8 GB র‌্যাম ভ্যারিয়েন্টে 13,400 টাকা পর্যন্ত ও 8 GB র‌্যাম ভ্যারিয়েন্টে সর্বোচ্চ 15,700 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। ফলে এক্সচেঞ্জ ভ্যালুতে Realme 10 4G স্মার্টফোনটির 4 GB ও 8 GB র‌্যাম মডেলটি যথাক্রমে 599 টাকা এবং 1,299 টাকায় কিনতে পারবেন।

Realme 10 4G এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Realme 10 4G ফোনটিতে আছে একটি AMOLED ডিসপ্লে। এতে MediaTek Helio G99 প্রসেসর রয়েছে। ফোনটিতে লাইট পার্সেল ডিজাইন বর্তমান। এই ফোনের MediaTek Helio G99 প্রসেসরটিতে 8GB RAM এর সঙ্গে 8GB ডায়নামিক RAM যুক্ত রয়েছে। Realme 10 4G ফোনটির ওজন 178 গ্রাম।

পাওয়ার ব্যাকআপের জন্য, 33W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। টাইপ সি পোর্ট এর সাহায্যে এই ফোনটি চার্জ দেওয়া যাবে। এতে সুপার ডার্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

ক্য়ামেরার প্রসঙ্গে বলতে গেলে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা রয়েছে। Realme 10 4G ফোনে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

 

Next Article
25,999 টাকার Poco X4 Pro 5G ফ্লিপকার্টে মাত্র 5,999 টাকায়, দুর্দান্ত অফার
95,999 টাকার Samsung Galaxy X Flip 3 5G মাত্র 24,925 টাকায়, Flipkart-এর নজরকাড়া অফার