Realme 11 Pro 5G-এর ভারতে আগমন, এখানে দেখুন লাইভ স্ট্রিমিং

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 08, 2023 | 11:09 AM

Realme 11 Pro 5G Price: Realme 11 Pro 5G সিরিজে আপনি কিছু অফারও পেয়ে যাবেন। আপনি যদি HDFC ব্যাঙ্ক এবং SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে করেন, তবে 1,500 টাকার ইন্সট্যান্ট ছাড় পেয়ে যাবেন। আরও একটি অফার রয়েছে।

Realme 11 Pro 5G-এর ভারতে আগমন, এখানে দেখুন লাইভ স্ট্রিমিং

Follow Us

Realme 11 Pro+ 5G Price: ভারতীয় বাজারে Realme-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। কোম্পানিটি 8 জুন ভারতীয় বাজারে Realme 11 Pro সিরিজের স্মার্টফোন আনতে চলেছে। Realme 11 Pro সিরিজে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G রয়েছে। আগের এক রিপোর্টে কোম্পানিটি জানিয়েছিল Realme Watch 2 Pro এই স্মার্টফোনগুলির প্রি-অর্ডারে কমপ্লিমেন্টারি হবে। এখন Realme টুইট করে জানিয়েছে যে, আর্লি অ্যাক্সেস সেলে গ্রাহকদের অনেক ছাড় দেওয়া হবে। এই বিশেষ সেলে গ্রাহকরা স্মার্টফোনটির প্রি-বুক করতে পারবেন। আর্লি অ্যাক্সেস সেল উইন্ডোটি 8 জুন রাত 8টা থেকে দুই ঘণ্টার জন্য খোলা থাকবে। আপনি এই ফোন লঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন কোম্পানির অফিসিয়াল ইউটিভব চ্যানেলে দুপুর 12টা থেকে।

অনেক অফারও পেয়ে যাবেন:

Realme 11 Pro 5G সিরিজে আপনি কিছু অফারও পেয়ে যাবেন। আপনি যদি HDFC ব্যাঙ্ক এবং SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে করেন, তবে 1,500 টাকার ইন্সট্যান্ট ছাড় পেয়ে যাবেন। আরও একটি অফার রয়েছে। আপনি এই ফোনের উপর এক্সচেঞ্জ অফারও পাবেন। যদি আপনি আপনার পুরনো ফোনটি দিয়ে এই নতুন ফোন কেনেন, তাহলে 1,500 টাকার ছাড় পাবেন। প্রি-অর্ডার করলে 4,499 টাকায় Realme Watch 2 Pro বিনামূল্যে পাওয়া যাবে।


Realme 11 Pro সিরিজের স্পেসিফিকেশন:

Realme 11 Pro এবং Realme 11 Pro+-এ একটি 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে Dimensity 7050 ব্যবহার করা হয়েছে। Realme 11 Pro-এ 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। Realme 11 Pro+-এ 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে। Realme 11 Pro তে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। একই সাথে এর ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সত্যিকার আমি11 Pro+-এ OIS সহ একটি 200-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।

Next Article