Realme-র ফোনে অবিশ্বাস্য অফার, কয়েক হাজার টাকার ছাড়, হাতে আর 3 দিন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 14, 2023 | 1:25 PM

Realme 5G Sale: আপনি Realme Narzo 60 5G এবং Realme Narzo 60 Pro 5G-তেও ছাড়ের সুবিধা পাবেন। গ্রাহকরা Narzo 60-এ 1,300 টাকা এবং Narzo 60 Pro-তে 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন।

Realme-র ফোনে অবিশ্বাস্য অফার, কয়েক হাজার টাকার ছাড়, হাতে আর 3 দিন

Follow Us

Realme 5G-এর সেল শুরু হয়ে গিয়েছে। 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সেল 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই সেলে কোম্পানি কয়েকটি Realme 5G স্মার্টফোনে ছাড় এবং অফার দিচ্ছে। আপনি Realme Narzo 60x, Realme 11 5G এবং Realme 11 Pro 5G-এর মতো নতুন স্মার্টফোনগুলিতেও ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না। আপনি অনেক কম দামেই ফোনগুলি কিনে ফেলতে পারবেন। এতে প্রচুর অফার, ছাড় আর ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। আপনি এই সব অফারের পরে মাত্র কিছু টাকা দিয়েই কিনে ফেলতে পারবেন নতুন একটি ফোন। চলুন দেখে নেওয়া যাক কোথা থেকে কিনবেন, আর তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে।

কোথা থেকে কিনবেন?

কোম্পানির অফিসিয়াল সাইটে Realme 5G সেল লাইভ হয়েছে। আপনি Realme 11 সিরিজের মডেলগুলিতেও ছাড় পেয়ে যাবেন। আর Realme 11 5G-তে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তাই আপনি Realme 11 Pro এবং Realme 11 Pro+-এ 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন। ফোনের সমস্ত ভ্যারিয়েন্টেই নো-কস্ট ইএমআই-এর সুবিধা আছে। আপনি চাইলে তাতেও কিনে ফেলতে পারবেন।

Realme 11x 5G-তে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। তবে, নো-কস্ট ইএমআই-এর সুবিধা দেওয়া হচ্ছে। এর 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। এই সেলের অন্যান্য স্মার্টফোনের কথা বললে, আপনি Realme Narzo 60 5G এবং Realme Narzo 60 Pro 5G-তেও ছাড়ের সুবিধা পাবেন। গ্রাহকরা Narzo 60-এ 1,300 টাকা এবং Narzo 60 Pro-তে 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, সংস্থাটি ICICI, Kotak Mahindra এবং Axis Bank ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনে 250 টাকা ছাড় দিচ্ছে।

Next Article