ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ৮এস, অনলাইনে প্রকাশিত হয়েছে ফোনের সম্ভাব্য ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 02, 2021 | 6:45 AM

বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই ফোনের সম্ভাব্য ফিচার দেখে অনুমান করা হচ্ছে, রিয়েলমি ৮ সিরিজের অন্যান্য ফোনের সঙ্গে বেশ কিছু ফিচারের সঙ্গে মিল থাকতে পারে রিয়েলমি ৮এস মডেলের।

ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ৮এস, অনলাইনে প্রকাশিত হয়েছে ফোনের সম্ভাব্য ফিচার
রিয়েলমি ৮এস মডেলে থাকতে পারে একটি ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Follow Us

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রিয়েলমির নতুন স্মার্টফোন। আনুষ্ঠানিক ভাবে অবশ্য এখনও ঘোষণা করা হয়নি সংস্থা তরফে। তবে বিভিন্ন ওয়েবসাইটে ইতিমধ্যেই রিয়েলমি ৮এস- এর ডিজাইন প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, রিয়েলমির এন্ট্রি লেভেল ফোন রিয়েলমি ৮আই- এর সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ৮এস ফোন লঞ্চ হতে পারে। সেই সঙ্গে এও জানা গিয়েছে, রিয়েলমি ৮, রিয়েলমি ৮ ৫জি এবং রিয়েলমি ৮ প্রো- এই তিনটি মডেলের পর রিয়েলমি ৮ সিরিজে যুক্ত হবে রিয়েলমি ৮এস ফোন।

শোনা গিয়েছে, রিয়েলমির আসন্ন ফোন রিয়েলমি ৮এস মডেলে থাকতে পারে একটি ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা। অর্থাতফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে সেট করা থাকতে পারে তিনটি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও রিয়েলমি ৮এস ফোনে একটি MediaTek Dimensity ৯১০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

91Mobiles- এর সঙ্গে যৌথভাবে রিয়েলমি ৮এস ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এনেছেন টিপস্টার Steve Hemmerstoffer। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই ফোনের সম্ভাব্য ফিচার দেখে অনুমান করা হচ্ছে, রিয়েলমি ৮ সিরিজের অন্যান্য ফোনের সঙ্গে বেশ কিছু ফিচারের সঙ্গে মিল থাকতে পারে রিয়েলমি ৮এস মডেলের। বিশেষ করে রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ ৫জি ফোনের সঙ্গে রিয়েলমি ৮এস ফোনের বেশি মিল থাকার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। ফোনের ফ্রন্ট ডিসপ্লের বাঁদিকের সাইডে থাকতে পারে ভলিউম বাটন। আর ডানদিকের সাইডে থাকতে পারে একটি সিম কার্ড ট্রে, একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং একটি পাওয়ার বাটন।

আপাতত রিয়েলমি ৮এস ফোনের ডিজাইনের সঙ্গে হাল্কা বেগুনি রঙে ফোনে লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রকাশ পেয়েছে। এছাড়াও আরও কয়েকটি রঙে রিয়েলমি ৮এস ফোন লঞ্চ হতে পারে। তবে হাল্কা বেগুনি ছাড়া আর কী কী রঙের অপশন থাকতে পারে রিয়েলমি ৮এস ফোনের জন্য, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন- Vivo X70 Series: সেপ্টেম্বরে ভিভো এক্স৭০ সিরিজের তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা ভারতে, জেনে নিন সম্ভাব্য দাম

Next Article