ভারতে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 Pro 5G ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন দেশে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ফোনের লঞ্চ টিজার প্রকাশিত হয়েছে। তবে এখনও ভারতে Realme Narzo 50 5G ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। কিন্তু Amazon- এর ওয়েবসাইটে এই ফোন লঞ্চের খবর প্রকাশিত হওয়ায় এটা স্পষ্ট যে ভারতে লঞ্চ হলে এই ই-কমার্স সংস্থা থেকে Realme Narzo 50 5G ফোন কেনা যাবে। এর পাশাপাশি এটাও বোঝা গিয়েছে যে, রিয়েলমি সংস্থার তরফেই এবার ঘোষণা করা হয়েছে যে তাদের নতুন ফোন Realme Narzo 50 5G ভারতে লঞ্চ হবে।
ভারতে Realme Narzo 50 5G ফোনের দাম কত হতে পারে?
Realme সংস্থা এখনও তাদের আসন্ন ফোনের দাম প্রসঙ্গে কোনও আভাস দেয়নি। তবে শোনা যাচ্ছে, Realme Narzo 50 5G ফোনের দাম ভারতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে ভারতে Realme Narzo 50 5G ফোন লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও কালো এবং নীল রঙে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 91Mobiles তরফে এমনটাই শোনা গিয়েছে। Realme Narzo 50 5G Series- এর প্রিমিয়াম মডেল হতে চলেছে এই ফোন।
Realme Narzo 50 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি একনজরে দেখে নিন
উক্ত স্পেসিফিকেশনগুলি সবই Realme Narzo 50 5G ফোনের সম্ভাব্য ফিচার্স। কারণ রিয়েলমি সংস্থার তরফে এখনও এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।