Android 13 আপডেট পেতে চলেছে এই সব Xiaomi, Redmi, Poco স্মার্টফোন, তালিকায় আপনারটিও?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 12, 2022 | 1:08 PM

Smartphone List: যে সব ফোন Android 13 আপডেট পেতে চলেছে তাদের তালিকা ফাঁস হয়ে গিয়েছে। Xiaomi, Redmi, Poco মিলিয়ে মোট 30টি স্মার্টফোন রয়েছে তালিকায়। সেখানে আপনার ফোনটিও রয়েছে কি না, দেখে নিন।

Android 13 আপডেট পেতে চলেছে এই সব Xiaomi, Redmi, Poco স্মার্টফোন, তালিকায় আপনারটিও?
প্রতীকী ছবি।

Follow Us

জাঁকজমক ভাবেই আয়োজিত হল Google I/O 2022 শীর্ষক ইভেন্টটি। Google Pixel 6A, Pixel Buds Pro, Android 13-সহ একাধিক ঘোষণা এই ইভেন্ট থেকে করেছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। আর স্মার্টফোন, স্মার্টওয়াচ বা ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের পাশাপাশি এ বারে Google-এর সবথেকে বড় ঘোষণা হল Android 13। পরবর্তী প্রজন্মের এই Android অপারেটিং সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের অপেক্ষা ছিল। এই অপারেটিং সিস্টেমে রয়েছে একাধিক চিত্তাকর্ষক ফিচার্স। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন স্মার্টফোন Android 13 অপারেটিং সিস্টেম আপডেট পেতে চলেছে। এই অপারেটিং সিস্টেমের রিলিজ় টাইমলাইন এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। তবে কোন কোন স্মার্টফোন Android 13 আপডেট পেতে চলেছে, তা ইতিমধ্যেই ফাঁস হয়েছে। সেই তালিকায় রয়েছে Xiaomi, Redmi, Poco-র একাধিক স্মার্টফোন। কোন কোন ফোন Android 13 অপারেটিং আপগ্রেড পাচ্ছে, সেগুলিই এক নজরে দেখে নেওয়া যাক।

সংবাদমাধ্যম GizChina সর্বপ্রথম Android 13 আপগ্রেডেশন পেতে চলেছে এমন স্মার্টফোনগুলির তালিকা প্রকাশ করেছিল। যদিও Xiaomi, Redmi বা Poco কোনও সংস্থাই এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত বার্তা দেয়নি। যে সব Xiaomi ও Poco ফোন এই সফ্টওয়্যার আপডেট পেতে চলেছে সেগুলি হল –

1) Mi 10S

2) Mi 11

3) Mi 11 Pro

4) Mi 11 Ultra

5) Mi 11i

6) Mi 11X

7) Mi 11X Pro

8) Xiaomi 11i / Hypercharge, 11T / Pro

9) Mi 11 Lite 4G/5G/LE/Lite NE 5G

10) Xiaomi 12S, 12S Pro

11) Xiaomi 12, 12 Pro,

12) Xiaomi 12 Lite, 12X, 12X (India), 12X Pro (India)

13) Xiaomi MIX 4

14) Xiaomi MIX FOLD / FOLD 2

15) CIVI / CIVI S

16) Xiaomi Pad 5 Series

17) Redmi 10/Prime/2022/Prime 2022, 10 5G / Prime+ 5G

18) Redmi 10C / Redmi 10 (India)

19) Redmi Note 10/10S/Pro/Pro Max/Pro 5G

20) Redmi Note 10T/10 5G

21) Redmi Note 11/NFC/11S/Pro 4G/Pro 5G/Pro+ 5G

22) Redmi Note 11 Pro / Pro+ / 11E Pro

23) Redmi Note 11T/11 5G/4G

24) Redmi K40/Pro/Pro+/Gaming/K40S

25) Redmi K50/Pro/Gaming

26) Poco F3/GT

27) Poco X3 GT / X3 Pro

28) Poco F4/Pro/GT

29) Poco M3 Pro 5G /M4 Pro 5G/M4 Pro 4G

30) Poco M4 5G

বুধবার I/O 2022 ইভেন্টে আনুষ্ঠানিক ভাবে Android 13-র অফিসিয়াল ঘোষণা করার পর থেকে ধীরে ধীরে আরও একাধিক স্মার্টফোনের তালিকা প্রকাশ করবে। Redmi, Xiaomi, Poco বাদ দিয়ে আর কোন কোন সংস্থার হ্যান্ডসেট এই অপারেটিং সিস্টেম আপডেট পেতে চলেছে তা জানা যাবে আর কয়েক দিনের মধ্যেই। তবে যে ফোনই Android 13 আপডেট পাক না কেন, বিটা টেস্টিংয়ের পর এই আপগ্রেডেশন সবার প্রথম কিন্তু Pixel ফোনের জন্যই রোল আউট করবে Google।

এদিকে Google I/O 2022 ইভেন্টে Pixel 6A ফোনটি বঞ্চ করেছে কুপার্টিনোর কোম্পানিটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ২১ জুলাই থেকে ফোনটি জনসাধারণের কেনাকাটির জন্য উপলব্ধ হতে চলেছে। যদিও এই ফোনটি ভারতে কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি। পাশাপাশি Pixel 7 ও Pixel 7 Pro ফোন দুটিরও প্রথম ঝলকও দেখিয়েছে Google। লঞ্চ করা হয়েছে Pixel Buds Pro ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসও। প্রথম Pixel স্মার্টওয়াচও লঞ্চ করেছে Google। সংস্থাটি তাদের AR Glasses-এরও ডেমো দেখিয়েছে।

আপনি কি Redmi, Xiaomi বা Poco স্মার্টফোন ব্যবহার করেন? তাহলে আপনার ফোনটিও Android 13 আপগ্রেডেশন পেতে চলেছে কি না, এই তালিকা থেকেই দেখে নিন।

Next Article