Reboot vs Restart: আজকের দিনে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর স্মার্টফোন ব্যবহার করলে সকলেই ফোনটাকে সপ্তাহে বা মাসে একবার অন্তত Reboot বা Restart করেন। আট থেকে আশি আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি ঠিকই। কিন্তু তার একাধিক ফিচার আমরা না জেনে, না বুঝেই ব্যবহার করি। ঠিক তেমনই ফিচার হল ফোন Reboot এবং Restart করা, যা অনেকেরই জানা নেই। কেন ফোন রিবুট করি আমরা, কী হয় এর ফলে? আর কেনই বা রিস্টার্ট করি ফোনটা? তার থেকেও বড় কথা Reboot এবং Restart কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনও ফারাক রয়েছে? সেই সব তথ্যই আমরা জেনে নেওয়া যাক।
ফোন Reboot করার অর্থ কী?
যে কোনও ডিভাইস Reboot করার অর্থ হল তার হার্ডওয়্যারকে একটি অকার্যকর অবস্থা থেকে সচল বা অপারেশনাল অবস্থায় রূপান্তর করা। একটি ডিভাইসের ক্ষেত্রে শূন্য থেকে শুরু করতে আসলে বুট করা হয়। পাতি কথায় বুট বা রিবুট করা মানে ফোনটা চালু করা। কোনও অ্যাপ যদি কাজ না করে বা ফোনটা যদি অহেতুক হ্যাং করতে থাকে, তাহলে সেক্ষেত্রে Reboot করা উচিত। এটি যে কোনও ডিভাইসের ক্ষেত্রে খুবই সাধারণ একটা ফাংশন। আপনার ল্যাপটপ থেকে শুরু করে রাউটার, মডেম, ট্যাবলেট, স্মার্ট ডিভাইস, মোবাইল, ডেস্কটপ ইত্যাদি সঠিক ভাবে কাজ না করলে আপনি তা রিবুট করতে পারেন।
ফোন Restart করার অর্থ কী?
ফোন Restart করা আসলে ডিভাইসটিকে বন্ধ করে তা পুনরায় চালু করা। ডিভাইসের সেটিংসে কিছু পরিবর্তন করার পরে তা পুনরায় চালু করা হয় বা Restart। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, আপনার ফোনের যখন সফটওয়্যার বা ফার্মওয়্যার আপগ্রেড করা হয়, তখন সেটিকে রিস্টার্ট করতে বলা হয়। ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রেও কোনও সফটওয়্যার আপডেটের পর সেটিকে রিস্টার্ট করতে বলা হয়।
Restart vs Reboot: ফোনের জন্য কোনটা ভাল?
তবে ফোন Restart করার থেকে আরও দ্রুততার সঙ্গে Reboot করা যায়। তার প্রধান কারণ হল, রিস্টার্ট করতে গেলে ফোন বন্ধ হয়ে তা আবার চালু হয়। ফলে, অনেকটাই সময় লেগে যায়। সেই জায়গায় রিবুট করলে কাজটা কয়েক ধাপ এগিয়ে যায়। ফোন বন্ধ হয়ে গেলে তার সিস্টেম এবং হার্ডওয়্যার সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। তখন আপনি যদি ফোন Restart করেন, তাহলে ফোনের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার আবার একবার পরীক্ষা করা হয় এবং ডেটাও পুনরায় লোড করা হয়। তার থেকেও বড় কথা হল, রিস্টার্ট করলে ফোনের CPU বেশি শক্তি খরচ করে। কিন্তু রিবুটের ক্ষেত্রে তা হয় না। এই পদ্ধতি স্বয়ংক্রিয় ভাবেই কিছু ধাপ এড়িয়ে সরাসরি ফোনের অপারেটিং সিস্টেম ইন্টারফেসে প্রবেশ করে এবং এই ভাবে শক্তি খরচ করার পরিবর্তে তা সঞ্চয় করে।
ফোন Restart করলেও একাধিক সুবিধা
ফোন রিস্টার্ট করা আসলে তার সিস্টেম এবং হার্ডওয়্যারের পরীক্ষা নেওয়া। এটি সিস্টেম থেকে জাঙ্ক ফাইলও সরিয়ে দেয়। অন্য দিকে ফোন রিবুট করার সঙ্গে হার্ডওয়্যারের কোনও সম্পর্ক নেই। তাই কোনও জাঙ্ক ফাইল বা ডেটা মুছে ফেলারও কোনও সম্ভাবনা থাকে না।
Reboot হয় খুব জলদি, আর Restart হয় মসৃণ ভাবে
রিবুটের তুলনায় আপনার ফোন রিস্টার্ট করার প্রক্রিয়াটি অনেক মসৃণ। তার প্রধান কারণ, ফোনটিকে আপনি পুনরায় চালু করলে তা ব্যাপক পরীক্ষার মধ্যে দিয়ে যায় এবং সিস্টেম থেকে মূল প্রোগ্রামগুলি এবং জাঙ্ক ফাইলগুলি মুছে ফেলে। ফলে, ফোন রিস্টার্ট করার পরে আপনি যখন পুনরায় ফোনটিকে ব্যবহার করেন, তখন আপনি উপলব্ধি করতে পারেন যে, আগের তুলনায় আপনার ডিভাইস কতটা দ্রুত পারফর্ম করছে। তাছাড়াও রিবুট আপনার ফোনের জাঙ্ক ফাইল মুছতে পারে না।
তাই, ফোন রিবুট এবং রিস্টার্ট দুটোরই প্রয়োজন রয়েছে। তবে তা ক্ষেত্র বিশেষে। আপনাকে বুঝে নিতে হবে কোন পরিস্থিতিতে আপনার ফোনের জন্য Reboot অথবা Restart জরুরি।