Red Magic 8 Pro: গেমিং স্মার্টফোনের জগতে নতুন ম্যাজিক, 256 GB স্টোরেজ নিয়ে লঞ্চ হচ্ছে Red Magic 8 Pro

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 15, 2023 | 1:05 PM

Gaming Smartphones: 2022 -এর ডিসেম্বরে নুবিয়া (Nubia) তাদের Red Magic 8 Pro সিরিজের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনগুলি চিনের বাজারে লঞ্চ করেছে। সিরিজে Red Magic 8 Pro এবং Red Magic 8 Pro+ এই দুটি ডিভাইস রয়েছে। এবার অবশেষে কোম্পানির তরফে এই হ্যান্ডসেটটি গ্লোবাল বাজারে লঞ্চের তারিখ ঘোষণা করা হল।

Red Magic 8 Pro: গেমিং স্মার্টফোনের জগতে নতুন ম্যাজিক, 256 GB স্টোরেজ নিয়ে লঞ্চ হচ্ছে Red Magic 8 Pro

Follow Us

Red Magic 8 Pro Smartphones: 2022 -এর ডিসেম্বরে নুবিয়া (Nubia) তাদের Red Magic 8 Pro সিরিজের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনগুলি চিনের বাজারে লঞ্চ করেছে। সিরিজে Red Magic 8 Pro এবং Red Magic 8 Pro+ এই দুটি ডিভাইস রয়েছে। এবার অবশেষে কোম্পানির তরফে এই হ্যান্ডসেটটি গ্লোবাল বাজারে লঞ্চের তারিখ ঘোষণা করা হল। গেমারদের কথা মাথায় রেখে বিশ্ববাজারে Red Magic 8 Pro স্মার্টফোনটি আনা হচ্ছে। তবে চলুন দেখে নেওয়া যাক Red Magic 8 Pro স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ফিচার।

Red Magic 8 Pro স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ফিচার:

Red Magic 8 Pro-তে 6.8 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা 2,480 x 1,116 পিক্সেলের রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটিতে সর্বাধিক 12 GB র‍্যাম এবং 256 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2চিপসেট দ্বারা চালিত।

পাওয়ার ব্যাকআপের জন্য, Red Magic 8 Pro-এর মডেলটিতে 6,000 mAh ব্যাটারির রয়েছে। যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, এটি 47 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক রেড ম্যাজিক ওএস 6.0 (Red Magic OS 6.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Red Magic 8 Pro-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান রয়েছে। এছাড়াও, এই ফোনটিতে রয়েছে আল্ট্রা লিনিয়ার ডুয়েল স্টেরিও স্পিকার যা 48 মিলিসেকেন্ড কম লেটেন্সি, 96 কিলোহার্টজ লসলেস মিউজিক এবং স্ন্যাপড্রাগন সাউন্ড সাপোর্ট করে। Red Magic 8 Pro 16 জানুয়ারি চিনের বাইরের দেশগুলিতে লঞ্চ হতে চলেছে। তবে, এতে বিশেষ কিছু ফিচারের অভাব থাকবে। তবে, চীনা সংস্করণের মতোই এই মডেলের ব্যাটারিটিও 6,000 mAh হবে।

Next Article
Smartphone Tips: কল করার সময় ভুলেও ফোনের এই অংশটা টাচ করবেন না, ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন
25,999 টাকার Poco X4 Pro 5G ফ্লিপকার্টে মাত্র 5,999 টাকায়, দুর্দান্ত অফার