Smartphone Tips: কল করার সময় ভুলেও ফোনের এই অংশটা টাচ করবেন না, ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 14, 2023 | 7:16 PM

Smartphone Mistakes To Avoid: স্মার্টফোন কিনলেই হল না। তা ব্যবহারেরও কিছু উপায় আছে। কীভাবে মেসেজ করবেন, কীভাবে ফোনটা ধরেকল করবেন, এই সব পদ্ধতি আপনাকে জানতে হবে। তা না হলে সামান্য ভুলে বিরাট বিপদ হতে পারে। স্মার্টফোন ব্যবহারের এই সঠিক পদ্ধতি জেনে নিন।

1 / 6
স্মার্টফোন থেকে কল করার সময় কি কখনও তা বাধাপ্রাপ্ত হয়। অনেকেই এমন সমস্যার কথা বলে থাকেন। অনেকের মনে এমন ধারণা রয়েছে যে, নেটওয়ার্কের সমস্যার কারণে এমনতর হয়ে থাকে। কিন্তু সত্যিই কি তাই? কী কারণে কল করার সময় আপনি এমন সমস্যার সম্মুখীন হন? কীভাবেই বা এই সমস্যা থেকে রেহাই পাবেন আপনি, জেনে নিন সেই টোটকা।

স্মার্টফোন থেকে কল করার সময় কি কখনও তা বাধাপ্রাপ্ত হয়। অনেকেই এমন সমস্যার কথা বলে থাকেন। অনেকের মনে এমন ধারণা রয়েছে যে, নেটওয়ার্কের সমস্যার কারণে এমনতর হয়ে থাকে। কিন্তু সত্যিই কি তাই? কী কারণে কল করার সময় আপনি এমন সমস্যার সম্মুখীন হন? কীভাবেই বা এই সমস্যা থেকে রেহাই পাবেন আপনি, জেনে নিন সেই টোটকা।

2 / 6
সবার প্রথম আপনার জানা উচিত, কীভাবে ফোন কল করবেন? সঠিক উপায়ে যদি কল করেন, তাহলে এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কখনও আপনার ফোনটা সম্পূর্ণ ভাবে ঢেকে কল করবেন না। সব সময় আপনার ফোনটা সামান্য দূরত্ব থেকে হোল্ড করে রাখুন এবং তারপরেই কল করুন।

সবার প্রথম আপনার জানা উচিত, কীভাবে ফোন কল করবেন? সঠিক উপায়ে যদি কল করেন, তাহলে এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কখনও আপনার ফোনটা সম্পূর্ণ ভাবে ঢেকে কল করবেন না। সব সময় আপনার ফোনটা সামান্য দূরত্ব থেকে হোল্ড করে রাখুন এবং তারপরেই কল করুন।

3 / 6
কিছু কিছু স্মার্টফোনের পিছনে চুম্বক দেওয়া থাকে। এই ধরনের স্মার্টফোন আপনি কখনই মেটাল ডিভাইস দিয়ে মুছবেন না। কারণ, এর ফলে আপনার ফোনের সিগন্যাল স্ট্রেনথ কমে যেতে পারে। শুধু তাই নয়। সিগন্যালের শক্তি কমার পাশাপাশি আপনার ফোনের আরও অন্যান্য একাধিক সমস্যা দেখা দিতে পারে।

কিছু কিছু স্মার্টফোনের পিছনে চুম্বক দেওয়া থাকে। এই ধরনের স্মার্টফোন আপনি কখনই মেটাল ডিভাইস দিয়ে মুছবেন না। কারণ, এর ফলে আপনার ফোনের সিগন্যাল স্ট্রেনথ কমে যেতে পারে। শুধু তাই নয়। সিগন্যালের শক্তি কমার পাশাপাশি আপনার ফোনের আরও অন্যান্য একাধিক সমস্যা দেখা দিতে পারে।

4 / 6
স্মার্টফোনের উপরের অংশটা স্পর্শ করা উচিত নয়। তার কারণ অনেক স্মার্টফোনের অ্যান্টেনা উপরের দিকে থাকে। আপনি ফোনের উপরের ভাগ স্পর্শ করলে ফোনে সিগন্যাল দুর্বল হতে পারে। আপনি কল করলেই তা বাধাপ্রাপ্ত হতে পারে।

স্মার্টফোনের উপরের অংশটা স্পর্শ করা উচিত নয়। তার কারণ অনেক স্মার্টফোনের অ্যান্টেনা উপরের দিকে থাকে। আপনি ফোনের উপরের ভাগ স্পর্শ করলে ফোনে সিগন্যাল দুর্বল হতে পারে। আপনি কল করলেই তা বাধাপ্রাপ্ত হতে পারে।

5 / 6
আপনি যখনই কল করবেন, স্মার্টফোনের নীচের ডানদিকটা স্পর্শ করবেন না। কারণ, কিছু ফোনে আবার অ্যান্টেনা থাকে এই অংশে। এমনটা করার ফলে স্মার্টফোনে সঠিক ভাবে নেটওয়ার্ক সিগন্য়াল ধরে না। ফলে সেই কল করার সময় আপনি একাধিক সমস্যায় পড়তে পারেন।

আপনি যখনই কল করবেন, স্মার্টফোনের নীচের ডানদিকটা স্পর্শ করবেন না। কারণ, কিছু ফোনে আবার অ্যান্টেনা থাকে এই অংশে। এমনটা করার ফলে স্মার্টফোনে সঠিক ভাবে নেটওয়ার্ক সিগন্য়াল ধরে না। ফলে সেই কল করার সময় আপনি একাধিক সমস্যায় পড়তে পারেন।

6 / 6
কল করার সময় কখনই স্মার্টফোনের পিছনের অংশটা স্পর্শ করবেন না। কারণ, স্মার্টফোনের পিছনের অংশটি খুব সংবেদনশীল। এখানে আপনি যদি বারবার স্পর্শ করেন বা ঢেকে রাখেন, তাহলে আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে এবং অন্য সমস্যা হতে পারে। এমনকি, অনেক সময় অতিরিক্ত গরম হলে ফোনটা বার্স্ট পর্যন্ত হতে পারে।

কল করার সময় কখনই স্মার্টফোনের পিছনের অংশটা স্পর্শ করবেন না। কারণ, স্মার্টফোনের পিছনের অংশটি খুব সংবেদনশীল। এখানে আপনি যদি বারবার স্পর্শ করেন বা ঢেকে রাখেন, তাহলে আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে এবং অন্য সমস্যা হতে পারে। এমনকি, অনেক সময় অতিরিক্ত গরম হলে ফোনটা বার্স্ট পর্যন্ত হতে পারে।

Next Photo Gallery
Beth Mead: ক্যান্সারের কাছে হেরেছেন মা, আবেগঘন পোস্ট ইংল্যান্ডের তারকা ফুটবলারের
Vitamin D: শুধু হাড়ের সমস্যা নয়, ভিটামিন ডি-এর ঘাটতিতে এসব লক্ষণও জোরাল হয়