Redmi Note 10T 5G: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ফোনের সেল, দেখুন দাম ও বিভিন্ন অফার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 26, 2021 | 10:08 AM

এই নিয়ে রেডমি নোট ১০ সিরিজের পঞ্চম মডেল লঞ্চ হয়েছে ভারতে। এর আগে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো, রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং রেডমি নোট ১০এস লঞ্চ হয়েছিল।

Redmi Note 10T 5G: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই ফোনের সেল, দেখুন দাম ও বিভিন্ন অফার
দুটো স্টোরেজ কনফিগারেশনে এবং চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। 

Follow Us

ভারতে গত ২০ জুলাই লঞ্চ হয়েছে রেডমি নোট ১০টি ৫জি ফোন। ২৬ জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে ফোনের বিক্রি। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা, ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন। দুটো স্টোরেজ কনফিগারেশনে এবং চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

ভারতে এই ফোনের দাম, উপলব্ধতা এবং সেল অফার

  • রেডমি ১০টি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।
  • ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।
  • ক্রোমিয়াম হোয়াইট, গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মিন্ট গ্রিন, এই চারটি রঙে পাওয়া যাবে ফোন।
  • ২৬ জুলাই দুপুর ১২টা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজন ছাড়াও Mi.com, Mi Home stores এবং অফলাইন বিভিন্ন দোকান থেকে এই ফোন কেনা যাবে।

এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইজি ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে এই ফোন কিনলে ক্রেতারা এক হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এই ফোন কেনার জন্য নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অপশনও থাকছে।

রেডমি নোট ১০টি ৫জি ফোনের বিভিন্ন ফিচার

১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং MIUI- এর সাহায্যে। এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০Hz। সেই সঙ্গে এই ফোনে রয়েছে MediaTek Dimensity ৭০০ প্রসেসর।

২। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৩। এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ফোনের ওজন ১৯০ গ্রাম। ফোনের বক্সে থাকছে একটি ২২.৫ ওয়াটের চার্জার। এই ফোনে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

৪। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, একটি টাইপ সি ইউএসবি পোর্ট, Infrared (IR) blaster, ৫জি সাপোর্ট, এনএফসি, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

৫। এই নিয়ে রেডমি নোট ১০ সিরিজের পঞ্চম মডেল লঞ্চ হয়েছে ভারতে। এর আগে রেডমি নোট ১০, রেডমি নোট ১০ প্রো, রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এবং রেডমি নোট ১০এস লঞ্চ হয়েছিল। রেডমি নোট ১০টি ৫জি- র হাত ধরেই ভারতে প্রথম ৫জি স্মার্টফোন লঞ্চ করল শাওমির ব্র্যান্ড রেডমি। এর আগে ইউরোপে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০ ৫জি।

আরও পড়ুন- OnePlus Nord 2 5G: ভারতে শুরু হচ্ছে এই স্মার্টফোনের সেল, দেখুন দাম এবং বিভিন্ন অফার

Next Article