₹1000 ও ₹2000 সস্তা হল Redmi Note 11 Pro+ এর দুই ভ্যারিয়েন্ট, তার উপরে 16,500 টাকার এক্সচেঞ্জ অফার
ই দাম কমার ফলে Redmi Note 11 Pro+ এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 19,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা হয়েছে।
Smartphone Price Cut: চলতি বছরের শুরুতেই Redmi Note 11 Pro+ ফোনটি ভারতের বাজারে হাজির হয়েছিল। বছর ঘুরতে সেই ফোনই ভারতে সস্তা হতে চলেছে। ফোনটির দাম বেশ কিছুটা কমাল Xiaomi। এই রেডমি হ্যান্ডসেটের মোট তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। Redmi Note 11 Pro+ ফোনের তিনটি ভ্যারিয়েন্টের দামই কমিয়েছে শাওমি।
Redmi Note 11 Pro+ কত দাম কমল
Redmi Note 11 Pro+ ফোনের 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা কমানো হয়েছে।
Redmi Note 11 Pro+ এর 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 2,000 টাকা কমানো হয়েছে।
এখন এই দাম কমার ফলে Redmi Note 11 Pro+ এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ভারতে 19,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম যথাক্রমে 20,999 টাকা এবং 22,999 টাকা হয়েছে। এই হ্যান্ডসেটের তিনটি কালার অপশন রয়েছে— নীল, সাদা এবং কালো।
Redmi Note 11 Pro+ অফার
একদিকে যেমন এই ফোনের দাম কমেছে। আর একদিকে আবার এই ফোনের সঙ্গে ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দিচ্ছে Xiaomi। তবে হ্যাঁ, সেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে আপনার কাছে HDFC Bank-এর ক্রেডিট কার্ড থাকতে হবে। তাহলেই আপনি 1,500 টাকা ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি আবার ক্রেতারা 3,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন ZestMoney থেকে এবং তার জন্য জ়িরো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে ক্রেতাদের। এছাড়াও, কোম্পানি এই হ্যান্ডসেটের সঙ্গে 16,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এই এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করবেন তার পরিস্থিতি ভাল হতে হবে। খেয়াল রাখতে হবে, সেই ফোনের স্ক্রিনে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, বডিতেও যেন কোনও দাগ না থাকে।
Redmi Note 11 Pro+ স্পেসিফিকেশন ও ফিচার
চলতি বছরের শুরুতেই Redmi একসঙ্গে এই সিরিজ়ের দুটি ফোন লঞ্চ করেছিল— তার একটি Redmi Note 11 Pro+ 5G এবং অপরটি Redmi Note 11 Pro। এদের মধ্যে Redmi Note 11 Pro+ 5G ফোনটিতে রয়েছে পারফরম্যান্সের জন্য একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, যেখানে Redmi Note 11 Pro ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর। দুটি ফোনেই রয়েছে 6GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ (মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোর পরেই মিলবে এই স্টোরেজ)।
Redmi Note 11 Pro+ 5G মডেলে রয়েছে 6.67 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।
ফোনটির প্রাইমারি ক্যামেরার সেন্সর 108MP। গৌণ ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
Redmi Note 11 Pro+ 5G ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট টার্বো চার্জিং সাপোর্ট করে। ফোনের রিটেইল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 67W চার্জার।