Flipkart সেলে 10,000 টাকা পর্যন্ত ছাড়ে এই তিন REDMI ফোন
Flipkart Big Billion Days সেলে ব্যাপক সস্তা হয়েছে Redmi Note 12 Pro 5G। এমনিতে যে ফোনের দাম 27,999 টাকা, ফ্লিপকার্ট সেলে সেই ফোনই পাওয়া যাবে মাত্র 20,999 টাকায়। এই দামে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি পাওয়া যাবে। আবার এই একই ফোনেরই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 22,999 টাকা।
Amazon এবং Flipkart দুই ই-কমার্স প্ল্যাটফর্মে শুরু হয়েছে বছরের সবথেকে বড় সেল। iPhone থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন খুবই কম দামে বিক্রি করা হচ্ছে দুই প্ল্যাটফর্মের সেলেই। Flipkart তার Big Billion Days সেলে একাধিক ফোন ব্যাপক সস্তা করেছে। তালিকায় Xiaomi থেকে শুরু করে Vivo, OnePlus-সহ আরও বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। আপনি যদি এখন নতুন ফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এটাই সবথেকে ভাল সময়। আর যদি Redmi ফোন কেনার কথা ভাবেন, তাহলে তো এক্কেবারে ঠিক জায়গায় এসেছেন।
বাজেট স্মার্টফোনের বাজারে এক দশকেরও বেশি সময় ধরে Redmi তার একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে। মধ্যবিত্তের পকেটের কথা ভেবে Redmi একাধিক ফোন অফার করে, যাতে প্রায় বেশিরভাগ জরুরি ফিচার্সই থাকে। Flipkart Big Billion Days সেলে তিনটি Redmi ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলিতে এই মুহূর্তে সেরার সেরা ছাড় পাওয়া যাচ্ছে।
Redmi Note 12 Pro 5G
এই সেলে ব্যাপক সস্তা হয়েছে Redmi Note 12 Pro 5G। এমনিতে যে ফোনের দাম 27,999 টাকা, ফ্লিপকার্ট সেলে সেই ফোনই পাওয়া যাবে মাত্র 20,999 টাকায়। এই দামে ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি পাওয়া যাবে। আবার এই একই ফোনেরই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 22,999 টাকা। এমনিতে এই মডেলের দাম 31,999 টাকা। ফোনটির এই দুই ভ্যারিয়েন্টের উপরে যথাক্রমে 25% ও 28% ছাড় দেওয়া হচ্ছে।
Redmi 12 Series
Redmi 12 সিরিজ়ের প্রত্যেকটি ফোনেই মিলছে আকর্ষণীয় ছাড়। এদের মধ্যে Redmi 12 4G ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজের দাম সেলে 8,999 টাকা। অন্য দিকে ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ স্পেস আপনি পেয়ে যাবেন 10,999 টাকায়। অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে আকর্ষণীয় ছাড়। এছাড়াও আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে নিজেকে Redmi 12 4Gতে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলেও পেয়ে যাবেন দুর্দান্ত ডিসকাউন্ট।
Redmi 12 5G ফোনের 64GB ও 128GB এই দুটি স্টোরেজ মডেলই আপনি পেয়ে যাবেন খুবই কম দামে। এদের মধ্যে 64GB স্টোরেজ মডেলের দাম যেখানে 18,999 টাকা, সেই মডেলই আপনি সেলে পেয়ে যাবেন মাত্র 11,999 টাকায়। আবার 128GB স্টোরেজ স্পেসের দাম যেখানে 20,999 টাকা, সেটিই আপনি সেলে পেয়ে যাবেন 13,999 টাকায়।