Samsung Galaxy A04e এসে গেল খুব কম দামে, একাধিক জরুরি ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 24, 2022 | 3:20 AM

Galaxy A04e লঞ্চ করার ঠিক এক মাস আগেই Samsung একটি বাজেট হ্যান্ডসেট Galaxy A04s নিয়ে এসেছিল। সেই ফোনের দাম ভারতের বাজারে 13,499 টাকা। খুব সম্ভবত Samsung Galaxy A04e ফোনটির দামও এক হতে পারে বা তারও কম হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Samsung Galaxy A04e এসে গেল খুব কম দামে, একাধিক জরুরি ফিচার্স
এসে গেল স্যামসাংয়ের নতুন স্মার্টফোন।

Follow Us

Samsung একটি নতুন স্মার্টফোন যোগ করল তার Galaxy A সিরিজ় লাইনআপে। সংস্থার সেই নতুন ফোনের নাম Galaxy A04e। চুপিসাড়েই এই ফোনটি লঞ্চ করা হয়েছে। কারণ, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের মূল স্পেসিফিকেশন ও ফিচার সহযোগে ফোনটি তালিকাভুক্ত করা হয়েছে। এমনকি ফোনটির দাম কত, কবে থেকে কিনতে পারবেন কাস্টমাররা, সে বিষয়েও সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই এই ফোন সম্পর্কিত একাধিক তথ্য স্যামসাং জানাবে বলে মনে করা হচ্ছে।

Galaxy A04e লঞ্চ করার ঠিক এক মাস আগেই Samsung একটি বাজেট হ্যান্ডসেট Galaxy A04s নিয়ে এসেছিল। সেই ফোনের দাম ভারতের বাজারে 13,499 টাকা। খুব সম্ভবত Samsung Galaxy A04e ফোনটির দামও এক হতে পারে বা তারও কম হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Samsung Galaxy A04e: স্পেসিফিকেশন

Samsung Galaxy A04e ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ইন-সেল টাচ LCD স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। তবে সেই প্রসেসরের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

4GB পর্যন্ত RAM থাকছে এই হ্যান্ডসেটে। সেই সঙ্গে ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 128GB-র ক্যাপাসিটি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ক্যাপাসিটি 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। সফটওয়্যার হিসেবে এতে থাকছে সংস্থার নিজস্ব One UI 4.1, যা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক।

ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 13MP সেন্সর। তার সঙ্গ দিতে থাকছে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Galaxy A04e ফোনে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। কানেক্টিভিটির দিক থেকে রয়েছে Wi-Fi 802.11 b/g/n (2.4GHz), ব্লুটুথ ভার্সন 5.0 এবং LTE। কালো, নীল এবং কপার এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।

Next Article