OnePlus-এর বেশ কয়েকটি স্মার্টফোন Jio 5G সাপোর্ট পেতে শুরু করেছে। সংস্থাটি তার OnePlus 10 সিরিজ়ের ফোনগুলির জন্য সফটওয়্যার আপডেট রোল আউট করেছে। এই সিরিজ়ের মোট তিনটি ফোন আপাতত আপডেটটি পাচ্ছে। আর তার ফলে সেই OnePlus 10 Pro, OnePlus 10T এবং OnePlus 10R এই তিনটে ফোনে এখনই Jio 5G সাপোর্ট করবে। তবে আপাতত অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অক্সিজেন অপারেটিং সিস্টেম আপডেটটি কেবল মাত্র বাছাই করা কিছু ব্যবহারকারীর জন্যই রোল আউট করা হচ্ছে।
OnePlus কমিউনিটি ফোরামে উপলব্ধ অফিসিয়াল চেঞ্জলগ অনুযায়ী, OnePlus 10T এবং OnePlus 10 Pro অক্টোবর 2022 এর Android নিরাপত্তা প্যাচ পাচ্ছে। অন্যদিকে, 10R ফিক্সের পাশাপাশি সেপ্টেম্বর 2022 অ্যান্ড্রয়েড নিরাপত্তা প্যাচ পেতে চলেছে। চেঞ্জলগ হাইলাইট করেছে, OnePlus 10 Pro-র জন্য নির্দিষ্ট NE2211_11.A.18 শুধুমাত্র Jio 5G সাপোর্ট এবং একটি Android নিরাপত্তা প্যাচ যোগ করেছে। অন্য দিকে আবার OnePlus 10T-র CPH2413_11.A.10 মাঝে মাঝে ক্র্যাশ সমস্যার সমাধান করে। এটি Wi-Fi স্থিতিশীলতা, নেটওয়ার্ক অভিজ্ঞতা, যোগাযোগের স্থিতিশীলতা এবং স্ক্রিন ডিসপ্লে প্রভাবকেও অপ্টিমাইজ করে।
OnePlus 10R Endurance Edition এবং OnePlus 10R-এর জন্য CPH2411_11.A.09 ও CPH2423_11.A.09 আপডেটগুলি একাধিক সমস্যার সমাধান করে। তার মধ্যে রয়েছে:
– ইনকামিং কলের জন্য কোনও নোটিফিকেশন ব্যানার না থাকা।
-কিছু পরিস্থিতিতে অস্বাভাবিকভাবে শাটডাউন বোতামে ক্লিক করার সমস্যার সমাধান।
-সঠিক পাসওয়ার্ড দেওয়ার সময় ফোন আনলক করতে ব্যর্থ হওয়ার সমস্যার সমাধান।
-কিছু পরিস্থিতিতে অনলাইন ভিডিয়ো চালানোর সময় স্ক্রিন জমাট বা ফ্লিকারের সমস্যার সমাধান।
মনে রাখতে হবে যে, Jio আপাতত ভারতের মাত্র চারটি শহরে (দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী) তার 5G পরিষেবা পরীক্ষা করছে এবং চলতি বছরের শেষ দিকে আরও একাধিক শহরে 5G নিয়ে আসবে সংস্থাটি। যদিও যোগ্য সার্কেলের সমস্ত ব্যবহারকারী এখনও Jio 5G পরিষেবা পাচ্ছেন না। তার কারণ হল কোম্পানি নির্বাচিত ব্যবহারকারীদের সঙ্গেই এর সংযোগ বৈশিষ্ট্যটি পরীক্ষা করছে। এখন আপনি আপনার ফোনে Jio 5G-র উপলব্ধতা পরীক্ষা করতে MyJio ফোন অ্যাপ চেক করতে থাকুন।
এদিকে, একটি এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত নতুন প্রিমিয়াম এবং মিড-প্রিমিয়াম ওয়ানপ্লাস স্মার্টফোনে Airtel 5G সাপোর্ট রয়েছে। প্রসঙ্গত OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9R, এবং OnePlus Nord 2 সহ স্মার্টফোনগুলি এখনও 5G সাপোর্টের জন্য OxygenOS আপডেট পায়নি।