স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি, দ্রুত লঞ্চ হবে এই ফোন, ফাঁস হল সম্ভাব্য দাম

DealNTech- এর প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের হদিশ পাওয়া গিয়েছে ইউরোপিয়ান রিটেলার ওয়েবসাইটে।

স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি, দ্রুত লঞ্চ হবে এই ফোন, ফাঁস হল সম্ভাব্য দাম
ভারতে কবে লঞ্চ সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
Follow Us:
| Updated on: May 26, 2021 | 1:33 PM

লঞ্চের আগেই ফাঁস হল স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের দাম। স্যামসাংয়ের সবচেয়ে কম দামের (চিপেস্ট) ফোন হতে চলেছে গ্যালাক্সি এ২২ ৫জি। স্যামসাংয়ের তরফে যদিও এখনও এই ফোনের কোনও ফিচার শেয়ার করা হয়নি। তবে ইউরোপে এই ফোনের দাম কত হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে নেট দুনিয়ায়, টিপস্টারদের মাধ্যমে। ইউরোপে এই ফোনের দাম হতে পারে EUR ১৮৫। ভারতীয় মুদ্রায় এর মূল্য ১৬,৫০০ টাকা। শোনা যাচ্ছে দ্রুত লঞ্চ হবে এই ফোন। সেই সঙ্গে শোনা যাচ্ছে ৫জি- র পাশাপাশি এই ফোনের একটি ৪জি ভ্যারিয়েন্টও লঞ্চ হতে পারে।

DealNTech- এর প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের হদিশ পাওয়া গিয়েছে ইউরোপিয়ান রিটেলার ওয়েবসাইটে। সেখানেই বলা হয়েছে ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে EUR ১৮৫। অন্যদিকে, বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে EUR ১৯৯। ভারতীয় মুদ্রায় এর মূল্য ১৭,৮০০ টাকা। তবে দাম ছাড়া স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের আর কোনও ফিচার প্রকাশ হয়নি DealNTech- এ।

স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার-

১। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

২। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 700 প্রসেসর।

৩। ৫০০০mAh- এর ব্যাটারি এবং তার সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে।

৪। ৯ মিলিমিটার পুরু হতে পারে এই ফোন। ওজন হতে পারে ২০৫ গ্রামের কাছাকাছি।

৫। ব্লুটুথ ভি ৫.০ সাপোর্ট থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনে।

আরও পড়ুন- পোকো এম৩ প্রো ৫জি, ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই ফোন

৬। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এছাড়াও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলে ডেপথ সেনসর থাকতে পারে এই ফোনে।

৭। ধূসর, হাল্কা সবুজ, বেগুনি আর সাদা রঙে পাওয়া যেতে পারে এই ফোন।