Samsung Galaxy Awesome Unpacked Launch Event: গ্যালাক্সি ‘এ’ সিরিজের চারটি নতুন ফোন লঞ্চ করতে পারে স্যামসাং

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 14, 2022 | 10:01 AM

Samsung Galaxy Unpacked Event: চলতি বছর অর্থাৎ ২০২২ সালে স্যামসাং গ্যালাক্সির প্রথম আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ (Samsung galaxy S22 Series) এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ (Samsung Galaxy Tab S8 Series) লঞ্চ হয়েছিল। 

Samsung Galaxy Awesome Unpacked Launch Event: গ্যালাক্সি এ সিরিজের চারটি নতুন ফোন লঞ্চ করতে পারে স্যামসাং
ছবি প্রতীকী।

Follow Us

স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy) একটি আনপ্যাকড ইভেন্ট (Unpacked Event) অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৭ মার্চ (Samsung Galaxy Awesome Unpacked Launch Event)। সেখানে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের (Samsung Galaxy A Series) চারটি নতুন ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। টিপস্টার Evan Blass- এর দাবি স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা হবে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের আসন্ন আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এ৫৩ ৫জি, গ্যালাক্সি এ৭৩ ৫জি, গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোন লঞ্চ করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর অর্থাৎ ২০২২ সালে স্যামসাং গ্যালাক্সির প্রথম আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ লঞ্চ হয়েছিল।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

এর আগে শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই দুই ফোনে অ্যানড্রয়েড ১২ এবং One UI 4 আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে একটি ৬.৫২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। দুটো স্ক্রিনেরই রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোন একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর থাকতে পারে। অন্যদিকে গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে থাকতে পারে একটি Exynos ১২০০ প্রসেসর।

এছাড়াও শোনা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস। গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে একটি ১২ মেগাপিক্সেলের স্কেন্ডারি সেনসর, ৮ মেগাপিক্সেলের একটি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং দুটো ৫ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই দুটো ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই দুই ফোনে অ্যানড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে। গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে একটি ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। আবার শোনা যাচ্ছে, এই ফোনে ৬.৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লেও থাকতে পারে। তবে যে ডিসপ্লেই থাকুক না কেন তার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০ প্রসেসর থাকতে পারে। আর স্যামসাং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসরের সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। অন্যদিকে গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২টো ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও দুই ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Flipkart Big Saving Days Sale 2022: ফ্লিপকার্টের সেলে সেরা চারটি ফোনের অফার, দেখে নিন বিস্তারিত

Next Article