AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম দামি Samsung Galaxy F14 5G এক ধাক্কায় 1,000 টাকা সস্তা, নতুন দাম কত?

Galaxy F14 5G ফোনটি ভারতে মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তাদের মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 14,490 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 15,990 টাকা। এখন 1,000 টাকা কমার ফলে ফোনটির এই দুই স্টোরেজ স্পেসের দাম হয়ে গেল 13,990 টাকা এবং 14,990 টাকা যথাক্রমে। পার্পল, GOAT গ্রিন এবং OMG ব্ল্যাক- এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

কম দামি Samsung Galaxy F14 5G এক ধাক্কায় 1,000 টাকা সস্তা, নতুন দাম কত?
জনপ্রিয় ফোন হয়ে গেল অনেকটাই সস্তা।
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 2:29 PM
Share

চলতি বছরের মার্চ মাসেই Samsung তার সস্তার Galaxy F14 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বাজেট গ্যালাক্সি ফোনটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল। উৎসবের মরশুম যেতে না যেতেই Samsung তার কাস্টমারদের জন্য বড় খবর নিয়ে হাজির হয়েছে। এক ধাক্কায় Samsung Galaxy F14 5G ফোনের দাম অনেকটাই কমিয়ে দেওয়া হল। 5G সক্রিয় এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। এখন সেই দুটি মডেলের দামই 1,000 টাকা করে কমিয়ে দিল স্যামসাং।

Samsung Galaxy F14 5G: এখন কত দামে পাওয়া যাবে

Galaxy F14 5G ফোনটি ভারতে মোট দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। তাদের মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 14,490 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 15,990 টাকা। এখন 1,000 টাকা কমার ফলে ফোনটির এই দুই স্টোরেজ স্পেসের দাম হয়ে গেল 13,990 টাকা এবং 14,990 টাকা যথাক্রমে। পার্পল, GOAT গ্রিন এবং OMG ব্ল্যাক- এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

দাম কমার পাশাপাশি Samsung এই ফোনের সঙ্গে কিছু আকর্ষণীয় অফারও দিচ্ছে। Samsung Galaxy F14 5G ফোনটি এই মুহূর্তে যাঁরা ক্রয় করবেন, তাঁরা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পেয়ে যাবেন 1,000 টাকার ডিসকাউন্ট। আবার Samsung Shop অ্যাপ থেকে ফোনটি ক্রয় করলে পাবেন 2,000 টাকার ছাড়।

Samsung Galaxy F14 5G: স্পেসিফিকেশন, ফিচার

Galaxy F14 5G ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার স্ক্রিন রেজ়োলিউশন 1080X2408 পিক্সেল। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট অফার করছে। কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।

পারফরম্যান্সের জন্য বাজেট গ্যালাক্সি ফোনটিতে দেওয়া হয়েছে একটি অক্টা-কোর Exynos 1330 প্রসেসর। চিপসেটটি পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এই স্মার্টফোনে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যা একটি মাইক্রো SD কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

সফটওয়্যারের দিক থেকে Galaxy F14 5G ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব OneUI 5.0 কাস্টম স্কিন। চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের ফোনটিতে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে দুটি 2MP করে ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সিকিওরিটির জন্য এই ফোনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে।