বর্তমানে বিভিন্ন ই-কমার্স সাইটে ফেস্টিভ সেল চলছে। দুর্গা পুজোর আগেও প্রচুর অনলাইন প্ল্যাটফর্মে সেল চিলেছিল। তবে তা শেষ হয়ে গেলেও এবার বিভিন্ন জায়গায় দীপাবলির জন্য সেল শুরু হয়ে গিয়েছে। আর তাতে প্রায় অনেক কিছুতেই প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। সেই সব কিছুর তালিকায় রয়েছে দুর্দান্ত সব ফোন। আপনি যদি একটি নতুন 5G ফোন কেনার করা ভেবে থাকেন, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। কারণ ফ্লিপকার্টে Samsung Galaxy F34 5G-এর উপর প্রচুর ছাড় দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আপনি কী কী অফার পাবেন? আর কতটা কম দামে কিনতে পারবেন?
Samsung Galaxy F34 5G ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। এই ফোনটিতে একটি 50MP (OIS) ক্যামেরা, 120 Hz সুপার AMOLED ডিসপ্লে এবং একটি 6000 mAh ব্যাটারি রয়েছে। এর দাম 16,999 টাকা থেকে শুরু। তবে আপনাকে তার জন্য এত বেশি টাকা খরচ করতে হবে না। এতে পাওয়া যাচ্ছে কিছু আশ্চর্যজনক ডিল, যাতে ফোনের দাম অনেকটাই কমে যাবে।
কী কী অফার পাবেন?
এই ফোনটি ইলেকট্রিক ব্ল্যাক এবং মিস্টিক গ্রিন 2 কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। এর প্রথম ভ্যারিয়েন্টটি 6 GB RAM এবং 128 GB স্টোরেজ। এর দাম 18,999 টাকা। কিন্তু অফারে এটি 16,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে, দ্বিতীয় ভ্যারিয়েন্টটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। এর দাম 20,999 টাকা তবে এটি 18,999 টাকায় কিনে নিতে পারবেন।
ব্যাঙ্ক অফারে অনেকটা দাম কমবে-
কিছু নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে এই ছাড় দেওয়া হবে। আপনি যদি নন-ইএমআই-এর জন্য HDFC এবং ICICI কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি এই অফারটি পাবেন। এর সঙ্গে আপনি 9 মাস নো কস্ট ইএমআই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে প্রতি মাসে 2,334 টাকা দিতে হবে। এছাড়াও 20,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। তবে তার জন্য আপনার পুরনো ফোনটির অবস্থা ভাল হতে হবে।