Samsung Galaxy F62: এক ধাক্কায় ভারতে এই ফোনের দাম কমল ৬০০০ টাকা!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 06, 2021 | 6:56 AM

গত ফেব্রুয়ারি মাসে যখন ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ স্মার্টফোন লঞ্চ হয়েছিল তখন ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ২৫,৯৯৯ টাকা।

Samsung Galaxy F62: এক ধাক্কায় ভারতে এই ফোনের দাম কমল ৬০০০ টাকা!
ফেব্রুয়ারি মাসে দু'টি র‍্যাম ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোন।

Follow Us

স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোনের দাম এক ধাক্কায় ৬ হাজার টাকা কমে গিয়েছে ভারতে। চলতি বছরের প্রথম দিকেই লঞ্চ হয়েছিল এই ফোন। সেই সময় এই ফোনের দাম ছিল ২৩,৯৯৯ টাকা। তবে আপাতত ৬ হাজার টাকা কমে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোনের দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে এবং একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনের ব্যাটারি ৭০০০mAh। এর সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। তাঁর সঙ্গে রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Exynos প্রসেসর।

বর্তমানে ৬ হাজার টাকা দাম কমার পর, ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোনের দাম কত?

এই ফোনের ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে মার্কেটপ্লেসে ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ধার্য হয়েছে ১৯,৯৯৯ টাকা। এই ওয়েবসাইটে আবার ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এখন ‘আউট অফ স্টক’ রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে যখন ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ স্মার্টফোন লঞ্চ হয়েছিল তখন ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ২৫,৯৯৯ টাকা। অর্থাৎ এই দুই মডেলের ক্ষেত্রেই ছয় হাজার টাকা করে ফোনের দাম কমেছে। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য (আগামী ১৫ অগস্ট) পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে।

এর পাশাপাশি ক্রেতারা যদি স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোন কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন এবং স্যামসাং ইন্ডিয়ার সাইট থেকে ফোন কেনেন, তাহলে ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এছাড়া ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে এক হাজার টাকা ছাড় থাকবে। লেসার ব্লু, লেসার গ্রিন এবং লেসার গ্রে- এই তিনটি রঙে ভারতে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ ফোন।

আরও পড়ুন- Vivo Y12G: ভারতে লঞ্চ হল ভিভোর নতুন স্মার্টফোন, দেখুন দাম এবং ফিচার

Next Article