Vivo Y12G: ভারতে লঞ্চ হল ভিভোর নতুন স্মার্টফোন, দেখুন দাম এবং ফিচার

এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক- এই দুই রঙে পাওয়া যাবে ফোন।

Vivo Y12G: ভারতে লঞ্চ হল ভিভোর নতুন স্মার্টফোন, দেখুন দাম এবং ফিচার
আগাম কোনও ঘোষণা ছাড়াই লঞ্চ হয়েছে এই ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 12:16 PM

আগাম কোনও ঘোষণা ছাড়াই ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১২জি। এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। ভিভো ওয়াই১২জি ফোনে রয়েছে একটি Qualcomm Snapdragon ৪৩৯ প্রসেসর।

ভারতে ভিভো ওয়াই১২জি ফোনের দাম কত?

এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। গ্লেসিয়ার ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক- এই দুই রঙে পাওয়া যাবে ফোন। ভিভো- র ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। শোনা গিয়েছে, আগামী দিনে অ্যামাজন, ফ্লিপকার্ট পেটিএম, টাটা ক্লিক এবং অন্যান্য ই-কমার্স  এবং ভিভো- র অন্যান্য রিটেল পার্টনারের মাধ্যমেও এই ফোন কেনা সম্ভব হবে।

ভিভো ওয়াই১২জি ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং ফানটাচ ওএস ১১- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টাকোর Qualcomm Snapdragon ৪৩৯ প্রসেসর। সেই সঙ্গে রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ।
  • ভিভোর নতুন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর।  এছাড়াও ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এই ফোনের ক্যামেরা ৫০০০mAh এবং তার সঙ্গে রয়েছে ১০W চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস/এ-জিপিএস, এফএম রেডিও, মাইক্রো এসইউবি এবং ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক।

আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ৮ সিরিজের দু’টি নতুন ফোন, দেখে নিন কোন কোন মডেল আসছে