Samsung Galaxy M13 ফোনে অভাবনীয় ডিসকাউন্ট! মাত্র 599 টাকায় কেনার সুযোগ দিচ্ছে Amazon
Amazon প্রাথমিক ভাবে এই Samsung Galaxy M13 ফোনের উপরে 27 শতাংশ ছাড় দিচ্ছে। এই প্রাথমিক ছাড়ের ফলে Galaxy M13 ফোনের দাম অনেকটাই কমে যাচ্ছে। এই ছাড়ের পরে 14,999 টাকা থেকে কমে ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা।
নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? আবার বাজেটের কথাটাও মাথায় রাখতে হচ্ছে? তাহলে দুর্দান্ত অফার রয়েছে আপনার জন্য। 12,000 টাকা বাজেটের মধ্যেই আপনি পেয়ে যাবেন Samsung এর দুর্দান্ত একটি স্মার্টফোন। এই অফার আপনি পেয়ে যাবেন Amazon-এ। সেই ফোনের নাম Samsung Galaxy M13, যা আপনি হয়তো অনেক দিন ধরেই কেনার পরিকল্পনা করছিলেন। সেই ফোনই আপনি এখন পেয়ে যাবেন খুবই কম দামে। কত টাকার ছাড় থাকছে, কী-কী অফার থাকছে, ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনই বা কেমন, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Samsung Galaxy M13: কত টাকার ছাড় পাবেন
Amazon প্রাথমিক ভাবে এই Samsung Galaxy M13 ফোনের উপরে 27 শতাংশ ছাড় দিচ্ছে। এই প্রাথমিক ছাড়ের ফলে Galaxy M13 ফোনের দাম অনেকটাই কমে যাচ্ছে। এই ছাড়ের পরে 14,999 টাকা থেকে কমে ফোনের দাম হয়ে যাচ্ছে 10,999 টাকা।
তার ঠিক পরেই রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো ফোন বদলে আপনি যদি নিজেকে একটি নতুন Galaxy M13 ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন সরাসরি 10,400 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। তবে এই এক্সচেঞ্জ অফারটি আপনি তখনই পাবেন, যখন ফোনের পরিস্থিতি খুব ভাল হবে। যে ফোনটা আপনি বদলাচ্ছেন, তার ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা সবকিছুই ভাল হতে হবে। এই এক্সচেঞ্জ অফারের ফলে Samsung Galaxy M13 বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 599 টাকায়।
এছাড়াও রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার –
1) আপনার কাছে যদি HSBC Credit Card থাকে, তাহলে EMI ট্রানজ়াকশনে এই ফোনেই আপনি 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
2) আপনার কাছে যদি Yes Bank ক্রেডিট কার্ড থাকে এবং তার মাধ্যমে আপনি যদি EMI ট্রানজ়াকশন করেন, তাহলে পেয়ে যাবেন 1500 টাকার অতিরিক্ত ছাড়।
3) আবার আপনার কাছে যদি HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ড থাকে, তাহলে আবার পেয়ে যাবেন 5% বা 250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
Samsung Galaxy M13: ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনটিতে রয়েছে 12GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ, যা পরবর্তীতে আপনি 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরার সেটআপ 50MP + 5MP + 2MP। রয়েছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে। মোট ছয়টি কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। সেগুলি হল অ্যাকোয়া গ্রিন, ব্রাউন, ডার্ক ব্লু, লাইট গ্রিন, মিডনাইট ব্লু এবং স্টারডাস্ট ব্রাউন।