15 হাজার টাকার Samsung Galaxy M14 5G এখন মাত্র 3,000 টাকায়, কোথায় পাবেন?
Samsung Galaxy M14 5G Price: এই Samsung ফোনটিতে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ, 6000 mAh বড় ব্যাটারি, 5nm অক্টা-কোর প্রসেসর, 13MP ফ্রন্ট ক্যামেরা এবং 6.6-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে।
Samsung Galaxy M14 5G Discount: বর্তমানে ই-কমার্স সাইটগুলি একের পর এক অফার নিয়ে হাজির হয়। কয়েকদিন আগেই Amazon, Flipkart-এ সেল শুরু হয়েছিল। সেই সেলে প্রচুর ফোনের উপর ছাড় দেওয়া হয়েছিল। সেই সেল শেষ হয়ে যাওয়ার পরেই বিভিন্ন ফোনে অফার দিচ্ছে কোম্পানি দু’টি। আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ আছে। Amazon-এ Samsung Galaxy M14 5G-তে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটি চলতি বছরের এপ্রিলে লঞ্চ হয়েছিল। তারপর থেকে যে একেবারেই এই ফোনে অফার দেওয়া হয়নি, তা নয়। অফার দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ফোনটি আউট অফ স্টোক হয়ে যায়। তাই বার বার Samsung Galaxy M14 5G-তে ডিসকাউন্ট দেওয়া হয়। কম দামের এই ফোনটিতে আপনি দুর্দান্ত সব ফিচার পাবেন। চলুন দেখে নেওয়া যাক আপনি কত টাকায় ফোনটি কিনতে পারবেন।
ফোনটিতে কী কী অফার পাবেন?
এই ফোনটির 4GB + 128GB মডেলটি (ভ্যারিয়েন্ট) ই-কমার্স সাইটে 14,990 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি যে কোনও ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। তাতে ফ্ল্যাট 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন। তখন এই ফোনের দাম হবে 12,990 টাকা। Samsung Galaxy M14 5G ফোনটি 6GB + 128GB ভ্যারিয়েন্টেও রয়েছে। এই ভ্যারিয়েন্টটি Amazon-এ 15,990 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। আপনি চাইলে এটাও কিনতে পারবেন। এতেও অফার পেয়ে যাবেন।
আপনি এই ফোনটি আইসি সিলভার, বেরি ব্লু এবং স্মোকি টিল রঙে কিনতে পারবেন। ব্যাঙ্কের কার্ড ডিসকাউন্ট ছাড়াও, আপনি পুরনো ফোন এক্সচেঞ্জ করে 12,990 টাকা ছাড় পেতে পারেন। তবে তার জন্য আপনার ফোনের অবস্থা ভাল থাকতে হবে।
এই Samsung ফোনটিতে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ, 6000 mAh বড় ব্যাটারি, 5nm অক্টা-কোর প্রসেসর, 13MP ফ্রন্ট ক্যামেরা এবং 6.6-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।