মিড-রেঞ্জ সেগমেন্টে অর্থাৎ 15 থেকে 20,000 টাকার মধ্যে একটি দুর্দান্ত ফোন কেনার প্ল্যান করছেন? কিন্তু বুঝেই উঠতে পারছেন না, কোন ফোনটি আপনার জন্য একেবারে উপযুক্ত হবে। বাজারে মিড-রেঞ্জের ফোনের অভাব নেই। ফলে হাতে গোনা কয়েকটা ফোনই পাবেন, এমন কোনও ব্যাপার নেই। আপনি অনেক ফোন পেয়ে যাবেন এই দামে। আপনাকে আজকে এমন কয়েকটি ফোন জানানো হবে, যাতে আপনি ক্যামেরা থেকে শুরু করে বড় ব্যাটারি, সব সুবিধাই পাবেন। আর তালিকায় যে ক’টি ফোন রাখা হয়েছে, সেগুলির সবকটিই 5G। অনলাইন হোক আর অফলাইন, যে কোনও জায়গা থেকে আপনি কিনে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই সব ফোনগুলি।
Infinix GT 10 Pro
কোম্পানি সম্প্রতি এই ফোনটি লঞ্চ করেছে, যা দেখতে অনেকটা Nothing Phone-এর মতো। এর দাম 19,999 টাকা। স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এছাড়াও, কোম্পানি ফটোগ্রাফির জন্য MediaTek Dimensity 8050 প্রসেসর এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Infinix GT 10 Pro তে, 108MP প্রাথমিক ক্যামেরা এবং দু’টি 2MP ক্যামেরা পাবেন। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য সামনে একটি 32MP ক্যামেরা দেওয়া হয়েছে।
OnePlus Nord CE 3 Lite
স্মার্টফোনটিতে একটি বড় 6.72-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যাতে 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির দাম 19,999 টাকা। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেট, 108MP প্রাইমারি ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। আপনি প্যাস্টেল এবং কালো রঙে মোবাইলটি কিনতে পারবেন।
Samsung Galaxy F34
এই স্মার্টফোনটি সদ্য লঞ্চ হয়েছে। এর দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। Galaxy F34-এ রয়েছে 6.46 ইঞ্চি FHD + sAMOLED ডিসপ্লে সহ 120hz রিফ্রেশ রেট, Exynos 1280 প্রসেসর, 6000 mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য ফোনে 2MP তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে একটি 13MP ক্যামেরা রয়েছে।
iQOO Z7
স্মার্টফোনটির দাম 19,999 টাকা। এই ফোনে 90hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, Mediatek Dimensity 920 প্রসেসর, 64MP প্রাইমারি ক্যামেরা এবং 8GB RAM সাপোর্ট সহ 6.38 ইঞ্চি FHD Plus ডিসপ্লে রয়েছে।