Samsung সম্প্রতি তার Freedom Fest এর ঘোষণা করেছে। এই সেলে সংস্থার একাধিক প্রোডাক্টে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। Neo QLED TV থেকে শুরু করে OLED TV, QLED TV, এবং Crystal 4K UHD TV-তে মিলবে আকর্ষণীয় ছাড়। স্যামসাংয়ের ফ্রিডম ফেস্ট চলবে 31 অগস্ট পর্যন্ত। তবে এই সেলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি স্মার্টফোন। কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, 1,24,999 টাকা দামের Galaxy S23 Ultra 5G এই সেলে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। ফোনের 256GB/12GB ভ্যারিয়েন্টে এই অফার দেওয়া হচ্ছে। এই ফোন ছাড়াও 69,990 টাকার একটি ফ্রিস্টাইল প্রোজেক্টর 17,990 টাকা এবং 49,990 টাকার সাউন্ডবারও এই ফ্রিডম ফেস্টে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন যদি উপরের টিভিগুলির মধ্যে থেকে একটি ক্রয় করেন।
দেশের সমস্ত ইলেকট্রনিক রিটেল দোকান এবং অনলাইনে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Freedom Fest এর সমস্ত অফারগুলি পেয়ে যাবেন। কনজ়িউমাররা 20% পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক এবং সর্বাধিক 20,000 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। তার সঙ্গে আবার থাকছে খুব সহজ কিছু EMI অপশন।
Samsung Galaxy S23 Ultra 5G ফোনের 256GB/12GB স্টোরেজ মডেলের দাম এই মুহূর্তে 1,24,999 টাকা। এখন এই স্মার্টফোনই আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তবে তার জন্য একটি শর্ত রয়েছে। 98 ইঞ্চির একটি Neo QLED & QLED TV এবং কোম্পানির তরফ থেকে অফার দেওয়া Neo QLED 8K TVগুলির মধ্যে যে কোনও একটি ক্রয় করতে হবে। তাহলেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে Galaxy S23 Ultra 5G ফোনটি পেয়ে যাবেন। আবার এই টিভির ক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন 20% বা 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
ক্রেতারা একটি ফ্রিস্টাইল প্রোজেক্টরও পেয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, যার দাম 69,990 টাকা। সেক্ষেত্রেও রয়েছে একটি শর্ত। 75 ইঞ্চি এবং তার উপরেNeo QLED TV, QLED TV এবং Crystal 4K UHD TV-র মধ্যে যে কোনও একটি আপনাকে ক্রয় করতে হবে। এই টিভিগুলির ক্ষেত্রেও 20% ক্যাশব্যাক অফার করা হবে।
চাইলে আপনি একটি 49,990 টাকা বা 17,990 টাকার সাউন্ডবার পেয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে তার জন্য আপনাকে 55 ইঞ্চির Neo QLED TV এবং 77 ইঞ্চির OLED TV-র মধ্যে যে কোনও একটি ক্রয় করতে হবে। আপনি এই টিভিগুলির মধ্যে যে কোনও একটি ক্রয় করলে পেয়ে যাবেন 20% পর্যন্ত ক্যাশব্যাক।