Tecno Pop 7 Pro লঞ্চ হল 6,799 টাকায়, 12MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি
Tecno Pop 7 Pro ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 2GB RAM + 64GB এবং 3GB RAM + 64GB মডেল দুটির দাম যথাক্রমে 6,799 টাকা এবং 7,299 টাকা।
Tecno Pop 7 Pro শেষমেশ ভারতের বাজারে হাজির হল। এই নতুন Pop 7 Pro ফোনটি দিয়ে তাদের এন্ট্রি-লেভেল ফোনের লাইনআপ বাড়াল Tecno। বেশ কম দামে লঞ্চ করা হয়েছে নতুন টেকনো ফোন। রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি মিডিয়াটেক প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম। এছাড়াও Tecno Pop 7 Pro ফোনে দেওয়া হয়েছে একটি 12MP মেইন ক্যামেরা।
Tecno Pop 7 Pro: দাম ও উপলব্ধতা
Tecno Pop 7 Pro ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 2GB RAM + 64GB এবং 3GB RAM + 64GB মডেল দুটির দাম যথাক্রমে 6,799 টাকা এবং 7,299 টাকা। এন্ডলেস ব্ল্যাক এবং ইউনি ব্লু এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। 22 ফেব্রুয়ারি থেকে Amazon India-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Tecno Pop 7 Pro: ফিচার ও স্পেসিফিকেশন
এই Pop 7 Pro মডেলে একটি 6.65 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজ়োলিউশন 720X1600 পিক্সেলস। 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লেটি 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই টেকনো ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 3GB পর্যন্ত RAM-এর সঙ্গে।
Tecno Pop 7 Pro ফোনে রয়েছে 64GB পর্যন্ত স্টোরেজ। তবে এই স্টোরেজ আপনি চাইলে 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে। এছাড়া ডুয়াল SIM সাপোর্টেড এই স্মার্টফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক কোম্পানির নিজস্ব লেয়ার HiOS 11.0।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 12MP ক্যামেরা এবং সেকেন্ডারি একটি AI ক্যামেরা রয়েছে ফোনটিতে। প্রাইমারি ক্যামেরাটির অ্যাপার্চার f/2.0। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে রয়েছে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Tecno Pop 7 Pro ফোনে বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট করে।