Tecno Pova 5 সিরিজ় লঞ্চ করে গেল ভারতে। এই সিরিজ়ে রয়েছে মোট দুটি স্মার্টফোন। তার একটি Tecno Pova 5 এবং অপরটি Tecno Pova 5 Pro। এই নতুন দুটি ডিভাইসে 6.78 ইঞ্চির ডিসপ্লে, ফুল HD+ রেজ়োলিউশনের ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সফটওয়্যারের দিক থেকে চালিত হচ্ছে Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক HiOS স্কিন। এদের মধ্যে Tecno Pova 5 Pro ফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম 3D টেক্সচার্ড ডিজ়াইন ও তার সঙ্গে ARC ইন্টারফেস রয়েছে। সিকিওরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Tecno Pova 5, Pova 5 Pro: দাম ও অন্যান্য তথ্য
Tecno Pova 5 ফোনটি মোট তিনটি রঙে পাওয়া যাবে- হারিকেন ব্লু, অ্যাম্বার গোল্ড এবং মেকা ব্ল্যাক। অন্য দিকে Pova 5 Pro ফোনটি পাওয়া যাবে সিলভার ফ্যান্টাসি এবং ডার্ক ইলিউশন কালারে। তবে ভারতের বাজারের জন্য এখনও পর্যন্ত ফোন দুটির দাম জানানো হয়নি। পাশাপাশি র্যাম ও স্টোরেজ সম্পর্কিত তথ্যগুবলিও এখনও পর্যন্ত জানা যায়নি।
Tecno Pova 5, Pova 5 Pro: স্পেসিফিকেশন, ফিচার
Tecno Pova 5 এবং Pova 5 Pro এই ফোন দুটিতে রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে, যা Full HD+ রেজ়োলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে Helio G99 প্রসেসরের সাহায্যে। অন্য দিকে Pova 5 Pro ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি ডাইমেনসিটি 6080 প্রসেসর। Android 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম রয়েছে ফোনটিতে।
দুটি ফোনেই রয়েছে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Pova 5 ফোনটিতে দেওয়া হয়েছে 8MP সেন্সর এবং Pova 5 Pro ফোনে রয়েছে 16MP সেলফি ক্যামেরা।
অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Pova 5 ফোনটিতে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্য দিকে Pova 5 Pro ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে।