Tecno Pova 5 Pro ভারতে আসছে 11 অগস্ট, কেমন হতে পারে ফিচার্স?
Tecno Pova 5 Pro ফোনটি ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। স্মার্টফোনটির সেই গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি 6.78 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Dimensity 6080 প্রসেসরের সাহায্যে।
চিনা স্মার্টফোন জায়ান্ট TECNO সামনের সপ্তাহেই ভারতে নতুন ফোন নিয়ে আসছে। 11 অগস্ট সংস্থাটি Tecno Pova 5 এবং Tecno Pova 5 Pro ফোন দুটি লঞ্চ করবে দেশের বাজারে। আর সেই ফোন দুটি একবার লঞ্চ হয়ে গেলে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে বিক্রয় করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। Tecno জানিয়েছে, 11 অগস্ট থেকে 13 অগস্ট পর্যন্ত সময়কালে নয়াদিল্লির ডিএলএফ অ্যাভিনিউতে একটি শোকেস ইভেন্ট চলবে। সেখানেই কাস্টমাররা তাঁদের প্রোডাক্ট দেখে নিতে পারবেন।
বিগত কয়েক দিন ধরে Tecno Pova 5 সিরিজ়ের একাধিক টিজ়ার প্রকাশ্যে এসেছে। এই সিরিজ়ে থাকছে আর্ক ইন্টারফেস LED ব্যাক প্যানেল। যদিও তা Tecno Pova 5 নাকি Tecno Pova 5 Pro, এই দুই ফোনের মধ্যে কোনটিতে থাকবে, নাকি দুটিতেই থাকবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই LED-র মাধ্যমে ফোনের কল থেকে শুরু করে নোটিফিকেশন, ব্যাটারি, চার্জিং, মিউজ়িক ইত্যাদির ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ় করবে। পাঁচটি ভিন্ন লাইট এফেক্ট থাকছে এই LED ব্যাক প্যানেলে- সফ্ট, রেসিং, ড্রিমি, ব্রিদি এবং পার্টি।
Tecno Pova 5 Pro ফোনটি ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। স্মার্টফোনটির সেই গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে একটি 6.78 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Dimensity 6080 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে Android 13 ভিত্তিক HiOS 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।
ক্যামেরার দিক থেকে ফোনটিতে রয়েছে একটি 50MP প্রাইমারি সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Tecno Pova 5 Pro ফোনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। তার একটি ডার্ক ইলিউশন এবং অপরটি সিলভার ফ্যান্টাসি।