এই 10 Motorola ফোনের Android 13 আপডেট প্রাপ্তি, ধরা দেবে সম্পূর্ণ নতুন রূপে, তালিকায় আপনারটিও?
Motorola-র যে সব স্মার্টফোন Android 13 আপডেট পেতে চলেছে তাদের তালিকা প্রকাশ করল সংস্থা। তালিকায় রয়েছে Moto Edge সিরিজ়ের চারটি এবং Moto G সিরিজ়ের ছয়টি ফোন। সব মিলিয়ে মোট 10টি Moto স্মার্টফোন এই মুহূর্তে লেটেস্ট Android OS আপডেট পেতে চলেছে।
Android 13 Eligible Smartphones: বড় ঘোষণা করল স্মার্টফোন নির্মাতা মোটোরোলা। সংস্থার কোন কোন হ্যান্ডসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট পেতে চলেছে, প্রকাশ করা হল সেই তালিকা। মোটোরালার তরফ থেকে জানানো হয়েছে যে, Moto Edge 30 Pro পেতে চলেছে একবারে সাম্প্রতিকতম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অর্থাৎ Android 12 আপডেট। পাশাপাশি যে 10টি মোটোরোলা স্মার্টফোন আপাতত এই আপডেট পাবে, তার মধ্যে চারটিই হল Moto Edge সিরিজ়ের ফোন এবং বাকি ছয়টি Moto G সিরিজ়।
তবে মোটোরোলা এই একগুচ্ছ ফোন কবে নাগাদ Android 13 আপডেট পেতে চলেছে, তার অফিসিয়াল কোনও দিনক্ষণ সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। যে সব মোটো হ্যান্ডসেটগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট পাবে, সেই তালিকা সংস্থা তার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। তাদের মধ্যে মোটো এজ সিরিজ়ের যে চারটি ফোন এই আপডেট পাবে সেগুলি হল, Moto Edge 30 Pro, Moto Edge 30, Moto Edge+ (2022) এবং Moto Edge (2022)।
এদিকে মোটো জি সিরিজ়ের যে ছয়টি ফোন Android 13 আপডেট পাবে সেই তালিকায় রয়েছে, Moto G 5G (2022), Moto G Stylus 5G (2022), Moto G82 5G, Moto G62 5G, Moto G42 এবং Moto G32। স্মার্টফোন ব্র্যান্ডটি শীঘ্রই উল্লিখিত এই ফোনগুলির Android 13 সফটওয়্যার আপডেট প্রাপ্তির দিনক্ষণ সম্পর্কে জানাবে।
এদিকে চিনা হ্যান্ডসেট মেকার রিয়েলমি তার দুটি ফোনের জন্য Android 12 ভিত্তিক Realme UI 3.0 কাস্টন অপারেটিং সিস্টেম আপগ্রেডেশনের ঘোষণা করেছে। সেই ফোন দুটি হল Realme Narzo 30 5G এবং Realme 8 5G। গত 19 অগস্ট এই দুই ফোনের সফটওয়্যার আপগ্রেডেশন প্রাপ্তির ঘোষণা করেছে রিয়েলমি। বিভিন্ন ব্যাচে এই দুই স্মার্টফোনের ক্ষেত্রেই নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেড অফিসিয়ালি রোলআউট করা হবে বলে জানিয়েছে চিনা টেক ব্র্যান্ডটি। মনে করা হচ্ছে, কোনও বাগ ধরা না পড়লে শীঘ্রই রিয়েলমি ফোন দুটির নতুন OS প্রাপ্তির ঘটনাটি ঘটে যাবে।
আশ্চর্যজনক ভাবে, নতুন আপডেটটি এক্কেবারে নতুন ডিজ়াইন নিয়ে আসতে চলেছে এই দুই রিয়েলমি ফোনের ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট উইজেট এবং সম্পূর্ণ ভাবে নতুন পুনর্গঠিত পেজ লেআউট। আরও অতিরিক্ত ডেপথ ও পরিণত টেক্সচারের কথা মাথায় রেখে আইকনও নতুন ভাবে ডিজ়াইন করা হয়েছে। তার থেকেও বড় কথা হল, নতুন OS আপডেটের পর Realme-র এই ফোন দুটি CPU লোড আগের থেকে অনেকটাই কমিয়ে দেবে এবং গেমিংয়ের সময় ব্যাটারির ব্যবহারও প্রায় হাফ করে দেবে।