AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুখবর! Android 14 আপডেট পাচ্ছে Samsung-এর এই সব ফোন, তালিকায় আপনারটিও?

পরের ধাপে আর যে সব Samsung ফোনগুলি এই আপডেট পাবে, সেই তালিকায় রয়েছে Galaxy A52, Galaxy A52s 5G, Galaxy S21 FE 5G, Galaxy A72, Galaxy A13, Galaxy A23 5G, Galaxy Z Flip 3 এবং Galaxy Z Fold 3-এর মতো ফোনগুলি। Samsung জানিয়েছে, 30 নভেম্বরের মধ্যে এই ফোনগুলি আপডেট পেয়ে যাবে।

সুখবর! Android 14 আপডেট পাচ্ছে Samsung-এর এই সব ফোন, তালিকায় আপনারটিও?
একাধিক Samsung মোবাইল আপডেট পাচ্ছে।
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 10:30 PM
Share

Android 14-এর আগমন হয়েছে চলতি বছরেই। কিন্তু সব ফোনে এখনও এই আপডে পৌঁছয়নি। এর মধ্যেই Samsung-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল, তাদের একাধিক ফোনে খুব শীঘ্রই Android 14 আপডেট পৌঁছে যাবে। লেটেস্ট অপারেটিং সিস্টেমটি এই মুহূর্তে যে সব Samsung ফোনে দেওয়া হবে, সেই তালিকায় রয়েছে Galaxy A54, Galaxy S23 FE, Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5। এর আগে এই আপডেট দেওয়া হয়েছিল S23 এবং S22তে। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে দেওয়া হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব One UI 6 কাস্টম স্কিন।

মার্কিন যুক্তরাষ্ট্রে AT&T-এর মাধ্যমে Galaxy A54 ফোনটিতে আপডেট পাঠানো হচ্ছে। আবার Galaxy Z Flip5-এর আপডেটটি সে দেশে ভেরিজ়নের মাধ্যমে পাঠানো হবে। তবে, এখনই Galaxy S23 FE-এর আপডেট পাওয়াটা সত্যিই গুরুত্বের। কারণ, Exynos চিপসেট দ্বারা চালিত বেশির ভাগ ফোনই এখনও আপডেট পায়নি। মূলত, স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত স্যামসাং ফোনগুলোই আপাতত অ্যান্ড্রয়েড 14 আপডেট পাচ্ছে।

ধীরে ধীরে সমস্ত স্যামসাং ব্যবহারকারীদের ফোনে এই লেটেস্ট সফটওয়্যার আপডেটটি পৌঁছে যাবে। এ বিষয়ে ব্যবহারকারীদের অপেক্ষা করতে বলা হয়েছে। যদি এখনও পর্যন্ত তাঁরা এই আপডেটের নোটিফিকেশন না পান, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

Android 14 আপডেট পেয়ে গেলে ডিভাইসগুলি বিশেষ করে Galaxy S23 FE ফোনটি লেটেস্ট One UI 6-এর ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। এই আপডেটের ফলে কুইক সেটিংস প্যানেলের যেমন একাধিক পরিবর্তন দেখা যাবে, তেমনই আবার স্যামসাং DeX, লক স্ক্রিন কাস্টমাইজ়েশন এবং ক্যামেরা কন্ট্রোলও আরও পরিবর্তিত হবে। তার থেকেও বড় খতা হল, ইউজাররা নতুন উইজেট পেতে পারেন। সেই সঙ্গেই আবার স্যামসাং কিবোর্জে ফ্রেশ ইমোজি স্টাইলও দেখা যেতে পারে।

এদিকে এর পরের ধাপে আর যে সব Samsung ফোনগুলি এই আপডেট পাবে, সেই তালিকায় রয়েছে Galaxy A52, Galaxy A52s 5G, Galaxy S21 FE 5G, Galaxy A72, Galaxy A13, Galaxy A23 5G, Galaxy Z Flip 3 এবং Galaxy Z Fold 3-এর মতো ফোনগুলি। Samsung জানিয়েছে, 30 নভেম্বরের মধ্যে এই ফোনগুলি আপডেট পেয়ে যাবে।