Mobile Review: যে 5 কারণে 25,000 টাকা বাজেটের মধ্যে আপনার জন্য সেরা হতে পারে POCO F4 5G
POCO F4 5G Review: সদ্য লঞ্চ হয়েছে পোকোর নতুন ৫জি ফোন। 25,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনার জন্য কেন সেরা অপশন হতে পারে, সেই কারণগুলিই খুঁজে দেখল TV9 Bangla। জানুন ও জানান।
আসাদ মল্লিক
আজকের দিনে বাঁচতে গেলে আপনাকে হতেই হবে স্মার্ট, আর অন্যদের থেকে আপনাকে এগিয়ে দিতে পারে একটা ভাল স্পেসিফিকেশনের স্মার্টফোন। সদ্য একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করেছে Poco, যার নাম POCO F4 5G। কোম্পানিটি দাবি করছে, 25,000 টাকা বাজেটের মধ্যে অনবদ্য হ্যান্ডসেট এটি। এই লেটেস্ট 5G হ্যান্ডসেট ক্রয় করার আগে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। 27 জুন শুরু হচ্ছে POCO F4 5G ফোনের ফ্ল্যাশ সেল। সে ক্ষেত্রে প্রায় 4,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 6GB+128GB ভ্যারিয়েন্টের মূল্য 27,999 টাকা। ফ্ল্যাশ সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন 23,999 টাকায়।
এক্সচেঞ্জ অফারে ব্যাপক ছাড়
পুরনো স্মার্টফোন সঙ্গে রয়েছে? সেক্ষেত্রে ফ্লিপকার্টের এক্সচেঞ্জ পলিসিকে কাজে লাগিয়ে মাত্র 20,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন POCO F4 5G। অত্যন্ত পাতলা এবং ফিউচারিস্টিক ডিজাইন এই ফোনটির, সঙ্গে রয়েছে Android 12 অপারেটিং সিস্টেম, অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের 64 মেগাপিক্সেলের OIS ক্যামেরা এবং 67 ওয়াটের ফাস্ট চার্জ।
POCO F4 5G কেন কিনবেন
1) পরিবেশ রক্ষার নামে স্যামসাং ও অ্যাপলের মতো নামি ব্র্যান্ড চার্জার ব্রেক বিক্রি বন্ধ করে দিয়েছে। যদিও, পোকো এসব দিক থেকে ক্রেতাকে হতাশ করতে চায় না। POCO F4 5G-র বাক্স খুললেই দেখা যাবে ফোনটি, আর তার সঙ্গে রয়েছে সিলিকন কেস, 67 ওয়াটের চার্জার এবং একটি 3.5mm USB-C কনভার্টার।
2) পোকোর গত বছরের গেমিং স্মার্টফোন Poco F3 GT-র থেকে অনেকটাই পাতলা এবারের POCO F4 5G। এই লেটেস্ট ফোনটি থেকে বাদ পড়েছে শোল্ডার বাটন। যদিও POCO F4 5G ফোনটি 6.79 মিলিমিটারের Motorola Edge 30-এর থেকে বেশ মোটা।
3) ফোনেই সিনেমা দেখার অভ্যাস রয়েছে? তাহলে এই ফোন আপনার জন্যই। 3D শব্দের জন্য জোড়া Dolby Atmos স্পিকার রয়েছে এই POCO F4 5G ফোনে। ওটিটি প্ল্যাটফর্ম হোক বা ইউটিউব, ভিডিয়ো দেখার জন্য ফোনের স্ক্রিনের ভিউইং অ্যাঙ্গেল বেশ ভাল। পোকোর তরফে 1,300 নিটস ব্রাইটনেসের কথা বলা হয়েছে এই ফোনে। যদিও, অন্যান্য স্মার্টফোনের থেকে উজ্জ্বলতার দিক থেকে বেশ পিছিয়ে এই POCO F4 5G। আর একান্তই যদি আপনার ফোনে কোনও কিছু পড়ার অভ্যাস থাকে, তাহলে MIUI-এর রিডিং মোড যে আপনাকে খুশি করবে, এ কথা একপ্রকার হলফ করেই বলা যায়।
4) OIS থাকার সুবাদে এই ফোনের ভিডিয়ো বেশ স্টেবল। যদিও 64MP ক্যামেরায় যে ধরনের কালার স্যাচুরেশন দেখতে পাওয়া যায়, তা অনেককেরই অপছন্দ হতে পারে। অন্যদিকে এই ফোনের সেলফি ক্যামেরা চলনসই। এই 20MP সেলফি ক্যামেরা আপনার মুখের আসল রং বুঝতে ব্যর্থ হয়। রাতে ফোনটির ক্যামেরা পারফরম্যান্স বেশ মাঝারি মানের।
5) 67 ওয়াটের চার্জিং স্পিডে দৌলতে মাত্র 12 মিনিটে 50% চার্জড হয় POCO F4 5G। যদিও প্রথম 50% সম্পূর্ণ হওয়ার পরপরই কমতে থাকে চার্জিংয়ের গতি। সে ক্ষেত্রে 100% চার্জ হতে এই ফোন 40 মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে।