Samsung Galaxy M52 5G এখন 9,000 টাকা সস্তা, স্বস্তি দেবে ফোনের দুর্দান্ত স্পেকস!

Smartphone Offer: এক ধাক্কায় 9,000 টাকা সস্তা হল Samsung Galaxy M52 5G ফোনটি। Reliance Digital-এর তরফে সীমিত সময়ের জন্য এই অফারটি দেওয়া হচ্ছে। সবিস্তারে জেনে নিন এখনই।

Samsung Galaxy M52 5G এখন 9,000 টাকা সস্তা, স্বস্তি দেবে ফোনের দুর্দান্ত স্পেকস!
5G আসছে ভারতে। তার আগে এই ফোন কিনলে পাবেন 5G-র যথাযথ স্পিড।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2022 | 7:09 AM

Samsung Galaxy M52 5G ফোনটির দাম ভারতে এক ধাক্কায় 30 শতাংশ কমানো হল। আসলে কোম্পানি এই ফোনটির দাম কমায়নি। Reliance Digital লিমিটেড পিরিওড অফারে এই বিরাট পরিমাণ ছাড় মিলবে। তাতে 9,000 টাকা কমে এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। গত বছর ভারতে লঞ্চ হয়েছিল এই গ্যালাক্সি মডেলটি। ফোনটির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। অনবদ্য কিছু স্পেসিফিকেশনস রয়েছে এই ফোনে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, 120Hz সুপার AMOLED ডিসপ্লে এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর। ব্লেজ়িং ব্ল্যাক এবং আইসি ব্লু এই দুই কালার মডেলের স্যামসাং গ্যালাক্সি ফোনটি আপনি পেয়ে যাবেন।

Samsung Galaxy M52 5G অফার

Galaxy M52 5G ফোনটির 6GB RAM + 128GB ভ্যারিয়েন্টটি আপনি পেয়ে যাবেন মাত্র 20,999 টাকার মধ্যেই। অর্থাৎ এই গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে 9,000 টাকা ডিসকাউন্ট। তবে হ্যাঁ, কেবল মাত্র Reliance Digital থেকেই এই অফারটি পাওয়া যাবে। তাও আবার লিমিটেড পিরিওডের জন্য। যদিও কত দিন পর্যন্ত অফারটি ক্রেতাদের জন্য উপলব্ধ হতে চলেছে, সে বিষয়ে জানানো হয়নি।

অফারের এখানেই শেষ নয়। যে সব ক্রেতারা Citibank-এর কার্ড ব্যবহার করে এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন আরও অতিরিক্ত 10% ছাড়। এছাড়াও যাঁরা IndusInd Bank-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রান্জ়াকশনে এই ফোনটি কিনবেন, তাঁদের জন্য থাকছে 1,500 টাকা ক্যাশব্যাক।

এদিকে Reliance Digital যখন 9,000 টাকা ছাড়ে এই ফোনটি বিক্রয় করছে, ঠিক সেখানেই Amazon এবং Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনে দেওয়া হচ্ছে 5,000 টাকা ছাড়। ফলে, এই দুই প্ল্যাটফর্মে Galaxy M52 5G মডেলটি আপনি পেয়ে যাবেন 24,999 টাকা দামে।

Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন

ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটিতে রয়েছে একটি 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে একটি Snapdragon 778G এবং 8GB পর্যন্ত RAM।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Samsung Galaxy M52 5G ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 64MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে একটি 12MP ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 5MP ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনের। রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোসএডি কার্ড স্লট, যার মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।