নতুন JioPhone এর দেখা মিলল ভারতীয় BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে, এটাই কি 5G হ্যান্ডসেট?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 13, 2023 | 1:53 PM

Jio 5G Phone-এ থাকছে 6.5 ইঞ্চির HD+ LCD 90Hz ডিসপ্লে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 13MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে দেওয়া হচ্ছে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

নতুন JioPhone এর দেখা মিলল ভারতীয় BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে, এটাই কি 5G হ্যান্ডসেট?
আসছে নতুন জিওফোন।

Follow Us

Reliance Jio-র বার্ষিক সাধারণ সম্মেলন খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে। সম্ভবত, অগস্টের শেষেই সেই সম্মেলন থেকে একাধিক নতুন ঘোষণা করতে পারে মুম্বইয়ের টেলিকম জায়ান্ট। এর মধ্যেই আবার দুটি নতুন JioPhone এর দেখা মিলেছে ভারতের BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে। সেখান থেকেই ইঙ্গিত মিলেছে, ফোন দুটি জলদি দেশে লঞ্চ হয়ে যেতে পারে। 91Mobiles এর একটি রিপোর্ট অনুযায়ী, যে দুটি মডেলের দেখা মিলেছে, তাদের নম্বর যথাক্রমে “JBV161W1” এবং “JBV162W1″। তবে, ফোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। যদিও একটা বিষয়ে পরিষ্কার হওয়া গিয়েছে, এদের মধ্যে একটি ফোন হল JioPhone 5G।

2G মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এর আগে JioPhone 4G নামক একটি স্মার্টফোন নিয়ে এসেছিল। সেই তখন থেকেই জল্পনা শুরু হয়ে যায়, দেশে 5G পুরোদমে রোলআউট হয়ে গেলে সংস্থাটি 5G স্মার্টফোনও লঞ্চ করতে পারে। সম্প্রতি একটি JioPhone দেখা গিয়েছিল CPU বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে। সেই ফোনটিতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 480 Plus প্রসেসর। প্রসঙ্গত, মার্কিন চিপমেকারটির সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল Reliance Jio। এবং তা ভারতে নির্মিত সংস্থার সস্তার ফোনগুলিতেই চিপসেট হিসেবে দেওয়া হবে বলে জানা গিয়েছিল।

আর একটি লিক থেকে জানা গিয়েছে, Jio 5G Phone-এ থাকছে 6.5 ইঞ্চির HD+ LCD 90Hz ডিসপ্লে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 13MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে দেওয়া হচ্ছে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনটি যে অন্তত 18W চার্জিং সাপোর্ট করবে, সে বিষয়টিও জানা গিয়েছে।

দেশবাসীর হাতে বহু দিন ধরেই কম দামি ফোন তুলে দেওয়ার কথা বলে আসছে রিলায়েন্স জিও। সেই দিক থেকেই মনে করা হচ্ছে, Jio 5G ফোনের দাম হতে পারে 10,000 টাকার মধ্যেই। এতটা কম দাম হওয়ার কারণ হল ফোনের দেশি অপারেটিং সিস্টেম, যার নাম Jio OS। গুগলের সঙ্গে জুটি বেঁধে এই ফোনের জন্য একটি কাস্টম অ্যান্ড্রয়েড ইন্টারফেস তৈরি করছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা।

মনে করা হচ্ছে, বার্ষিক সম্মেলনের দিনই রিলায়েন্স জিও-র 5G রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে ঘোষণা করা হতে পারে। তাছাড়া সেই দিন দেশে সংস্থাটি তাদের 5G রোলআউটের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানাতে পারে। এখন দেখার, অগস্টের শেষে এই সবকিছুই Reliance Jio দেশবাসীর জন্য নিয়ে আসে কি না।

Next Article