Samsung-কে টপকে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Vivo, এক ধাক্কায় পাঁচে Xiaomi

Top Smartphone Brand In India 2023 Q2: এই ক্ষেত্রে এক সময়ের মার্কেট লিডার Xiaomi। ব্র্যান্ডটির শিপমেন্ট এবং মার্কেট শেয়ার উভয়ই উল্লেখযোগ্য হারে কমেছে। প্রথম দশ ভেন্ডারের মধ্যে ব্র্যান্ডটির শিপমেন্ট সর্বাপক্ষা কমেছে 39.4% হারে। তার ফলে সংস্থাটির মার্কেট শেয়ারও কমেছে।

Samsung-কে টপকে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Vivo, এক ধাক্কায় পাঁচে Xiaomi
ভিভো এখন দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 1:24 PM

Samsung-কে টপকে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে উঠে এল Vivo। এই প্রথম দেশে হ্যান্ডসেট বিক্রয়ের নিরিখে এক নম্বর জায়গা দখল করল চিনা স্মার্টফোন ব্র্যান্ডটি। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (IDC) 2023 সালের দ্বিতীয় কোয়ার্টার অনুযায়ী এই রিপোর্ট উঠে এসেছে। জুন মাসে যখন এই কোয়ার্টারের সমাপ্তি ঘটছে, Vivo তার মার্কেট শেয়ার বাড়িয়ে 16% করেছে। ঠিক এই সময়েই গত বছরে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটির মার্কেট শেয়ার ছিল 14.5%। তার থেকেও বড় কথা হল, এক নম্বর জায়গায় উঠে আসতে Vivo তার শিপমেন্টের পরিসংখ্যানও গত বারের তুলনায় 7.4% বাড়িয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে Samsung। গত বার দ্বিতীয় কোয়ার্টারে যেখানে ব্র্যান্ডটির মার্কেট শেয়ার যেখানে 16.3% ছিল, তা-ই এবারে কমে 15.7% হয়েছে। তৃতীয় স্থানে চলে এসেছে Realme। এই সংস্থার মার্কেট শেয়ার 2022 সালের দ্বিতীয় কোয়ার্টারে ছিল 17.5%। তা এবারে অনেকটাই কমে 12.6% হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে Oppo। তাদেরও শিপমেন্ট কমে 7.4% হয়েছে এবং মার্কেট শেয়ার 11%।

এই ক্ষেত্রে এক সময়ের মার্কেট লিডার Xiaomi। ব্র্যান্ডটির শিপমেন্ট এবং মার্কেট শেয়ার উভয়ই উল্লেখযোগ্য হারে কমেছে। প্রথম দশ ভেন্ডারের মধ্যে ব্র্যান্ডটির শিপমেন্ট সর্বাপক্ষা কমেছে 39.4% হারে। তার ফলে সংস্থাটির মার্কেট শেয়ারও কমেছে। 2022 সালের দ্বিতীয় কোয়ার্টারে যা 17.6% ছিল, তাই আবার 2023 সালের দ্বিতীয় কোয়ার্টারে 11% হয়ে দাঁড়ায়। আইডিসি-র রিপোর্টে ঠিক এমনই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

এই সব স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে POCO। শাওমির এই সাব-ব্র্যান্ডটি শিপমেন্টের নিরিখে 76.5% ইয়ার ওভার ইয়ার গ্রোথ করতে সক্ষম হয়েছে। আর সেই কারণেই POCO-র মার্কেট শেয়ার গত বার যেখানে 2.8% ছিল, তা এবারে বেড়ে 5% হয়েছে। অন্যদিকে Apple এবং OnePlus এর মতো দুই ব্র্যান্ডই এই একই সময়কালে নিজেদের ব্যবসা 61.1% বাড়াতে সক্ষম হয়েছে।

আইডিসির রিপোর্ট অনুযায়ী, ভারতের স্মার্টফোন মার্কেট গত ছয় মাসে 10% পড়েছে। শুধু তাই নয়। 2023 সালের দ্বিতীয় কোয়ার্টারে দেশের বাজারে সামগ্রিক স্মার্টফোন শিপমেন্ট 10% নেমেছে। যদিও এই পরিসংখ্যানটা এক বছরের হিসেবে দেখতে গেলে 3% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের দ্বিতীয় কোয়ার্টার থেকে 2023 সালের দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত সময়কালে দেশে 34 মিলিয়ন ইউনিট স্মার্ট বিক্রয় করা হয়েছে।