স্বাধীনতা দিবসের আগে Nothing Phone 2 কিনলে 7000 টাকার ছাড়, কোথায় পাবেন জানেন?
Nothing Phone 2 Price: Nothing Phone 2 কিনলে কোম্পানি ICICI ব্যাঙ্ক, Kotak Bank এবং HDFC ব্যাঙ্কের গ্রাহকদের 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও, আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে Nothing Phone 2 কিনতে চান, তাহলে আপনি 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন।
Nothing Phone 2 Offers: বহু অপেক্ষার পর আবারও Nothing Phone 2-এ অফার দেওয়া হচ্ছে। সম্প্রতি লঞ্চ হওয়া Nothing Phone 2-এ এর আগেও একবার ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তখন কয়েক ঘণ্টার মধ্যেই Out Of Stock হয়ে গিয়েছিল। তখনই কোম্পানি জানিয়েছিল, খুব শীঘ্রই আবার অফার আনা হবে। সেই মতোই ব্র্যান্ডটি স্বাধীনতা দিবস উপলক্ষে সেল শুরু করেছে। এই সেলে কম দামে Nothing Phone 2 কেনার সুযোগ রয়েছে। এই ফোনটি 44,999 টাকা থেকে শুরু হয়েছে। তবে কোম্পানি এই ফোনটি 7,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এতে কী কী অফার পাবেন।
Nothing Phone 2 কিনলে কোম্পানি ICICI ব্যাঙ্ক, Kotak Bank এবং HDFC ব্যাঙ্কের গ্রাহকদের 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন৷ এছাড়াও, আপনি যদি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে Nothing Phone 2 কিনতে চান, তাহলে আপনি 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। তবে অফার শুধু এখানেই শেষ নয়। সেল চলাকালীন, কোম্পানি Nothing Phone 2 অ্যাকসেসরিজেও দারুণ ছাড় দেওয়া হবে। এই ফোনের কভারের দাম 499 টাকা, তবে আপনি ডিসকাউন্টের পরে এটি মাত্র 399 টাকায় কিনতে পারবেন। এছাড়াও আপনি 1,999 টাকায় Nothing Phone 2 এর পাওয়ার অ্যাডাপ্টার কিনতে পারবেন।
Nothing Ear (Stick)-এর উপর ছাড় পাবেন:
আপনি যদি ইতিমধ্যেই Nothing Phone 1 বা Phone 2 ব্যবহার করে থাকেন, তাহলে কোম্পানি 4,250 টাকায় 8,499 টাকার ইয়ার (স্টিক) কিনতে পারবেন। বাকিদের জন্য Nothing Ear (Stick)-এর দাম পড়বে 4,999 টাকা। Nothing Phone 2 চলতি বছরের জুলাইয়ে লঞ্চ করা হয়েছে। এই হ্যান্ডসেটটিতে গ্লাইফ ইন্টারফেস ডিজাইন রয়েছে। Nothing-এর নতুন ফোন Nothing OS 2.0 এ চলে। এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট সাপোর্ট করে।