Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo T2 Pro 5G স্মার্টফোন আরও 3 হাজার টাকা সস্তা, দেরি করলে ফসকে যাবে সুযোগ

Vivo T2 Pro 5G Price: এই ফোনের আসল দাম হল 26,999 টাকা এবং আপনি এটি 11% ডিস্কাউন্টের পরে 23,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পাবেন।

Vivo T2 Pro 5G স্মার্টফোন আরও 3 হাজার টাকা সস্তা, দেরি করলে ফসকে যাবে সুযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 11:27 AM

Vivo T2 Pro 5G স্মার্টফোনটি বর্তমানে বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে। এক কথায়, ভারতের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফোনটিতে বিরাট অফার দেওয়া হচ্ছে। তাই আপনি যদি একটি নতুন ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Flipkart থেকে Vivo T2 Pro 5G অর্ডার করতে পারেন। কারণ এতে আপনি পেয়ে যাবেন বিশাল ছাড়। এবার আপনার মনে হতেই পারে, এতে এমন কী আছে এই ফোনে যার জন্য এত বেশি জনপ্রিয়? আসলে এর ডিজাইন আর ডিসপ্লের জন্য এই ফোনটিকে মানুষ খুব পছন্দ করছে।

Vivo T2 Pro 5G ফোনের উপর অফার-

Vivo T2 Pro 5G ফোনটি Flipkart থেকে অর্ডার করা যাবে। এই ফোনের আসল দাম হল 26,999 টাকা এবং আপনি এটি 11% ডিস্কাউন্টের পরে 23,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পাবেন। কোম্পানিটি ফোনের উপর 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

ফোনটিকে কী কী রয়েছে?

আপনি যদি আজ ফোন অর্ডার করেন, তাহলে 30 নভেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ফোনটিতে একটি 6.78 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 64MP। যেখানে ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাচ্ছে। এতে রয়েছে 4600 mAh ব্যাটারি, যার মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না। ডাইমেনসিটি 7200 প্রসেসরের কারণে, আপনি খুব ভাল কাজ করবে বলে মনে করা হচ্ছে। 3D কার্ভড AMOLED ডিসপ্লের কারণে আপনি সেরা ডিসপ্লে পাবেন।