549 টাকায় পৌঁছে গেল ₹18,999 এর Vivo ফোন, আশ্চর্যজনক অফার নিয়ে হাজির Flipkart
Vivo T2x 5G ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলে আপনি ব্যাপক ছাড় পেয়ে যাবেন ফ্লিপকার্টে। এমনিতে এই ফোনের দাম 18,999 টাকা। Flipkart সরাসরি এই ফোনের উপরে 26% ডিসকাউন্ট দিচ্ছে। তার ফলে Vivo হ্যান্ডসেটটির দাম হয়ে যাচ্ছে 13,999 টাকা।
Vivo-র স্মার্টফোন সবসময়ই ট্রেন্ডে থাকে। আর তার কারণ একটাই, গ্রাহকমহলে আকাশছোঁয়া চাহিদা। গত বছরের ট্রেন্ড বলছে, Vivo-র মতো ব্র্যান্ডের সবথেকে বেশি সংখ্যক গ্রাহক রয়েছে অফলাইনে, অনলাইনে নয়। সংস্থাটিও অনলাইনের তুলনায় অফলাইনেই বেশি পরিমাণে কাস্টমারদের টার্গেট করে। অনলাইনে এমনিতেই বিভিন্ন ব্র্যান্ডের ভিড়। Xiaomi, Realme, Redmi-র মতো ব্র্যান্ডের স্মার্টফোন বিভিন্ন অফারের ফিরিস্তিতে ব্যাপক হারে বিক্রি হয় অ্যামাজ়ন বা ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মে। কোভিড অতিমারির সময় থেকেই ট্রেন্ডটা বেশি করে লক্ষ্য করা যায়। তখনই অফলাইনে বাজিমাত করতে শুরু করে Vivo ও Oppo-র মতো সংস্থা। তবে, এবার অনলাইনেও একটা বড় সংখ্যক গ্রাহককে ধরার জন্য আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে Vivo-র একাধিক স্মার্টফোনে। তার মধ্যে এই মুহূর্তে সবথেকে উল্লেখযোগ্য হল Vivo T2x 5G।
Vivo T2x 5G ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলে আপনি ব্যাপক ছাড় পেয়ে যাবেন ফ্লিপকার্টে। এমনিতে এই ফোনের দাম 18,999 টাকা। Flipkart সরাসরি এই ফোনের উপরে 26% ডিসকাউন্ট দিচ্ছে। তার ফলে Vivo হ্যান্ডসেটটির দাম হয়ে যাচ্ছে 13,999 টাকা। সেই সঙ্গেই আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার। আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে এবং সেই কার্ড দিয়ে আপনি যদি ফোনটি ক্রয় করেন, সেক্ষেত্রে আরও 1250 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
তবে সবথেকে আকর্ষণীয় ডিসকাউন্ট আপনি পাবেন এক্সচেঞ্জ অফারে। আপনার পুরনো ফোনটা যদি ফ্লিপকার্টে দিয়ে নিজেকে একটা Vivo T2x 5G হ্যান্ডসেটে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে 13,450 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। এবার আপনিই হিসেব করে বলুন, ফোনের দাম কত দাঁড়াচ্ছে? বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ, মাত্র 549 টাকাতেই আপনি Vivo T2x 5G বাড়ি নিয়ে আসতে পারবেন। যদিও এই পরিমাণ ছাড় পেতে গেলে আপনার ফোনের কন্ডিশন হতে হবে খুবই ভাল। ফোনের ডিসপ্লে নিখুঁত হতে থাকতে হবে এবং বডিতেও যাতে কোনও স্ক্র্যাচ না থাকে, নিশ্চিত করতে হবে সেই বিষয়টিও।
Vivo T2x 5G: কী বিশেষত্ব রয়েছে এই ফোনে?
1) এই ফোনে রয়েছে একটি 6.58 ইঞ্চির Full HD+ ডিসপ্লে।
2) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP।
3) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
4) রয়েছে বেশ বড় এবং শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময়ের ব্যাকআপ দিতে পারে।
5) এক বছরের ওয়ারান্টি মিলবে এই হ্যান্ডসেটের সঙ্গে।