ভি সিরিজ়ের জনপ্রিয় একটি স্মার্টফোনের জন্য ক্যাশব্যাকের ঘোষণা করল ভিভো। আর সেই ফোনটি হল ভিভো ভি২৩ই (Vivo V23e 5G)। এই ফোনের জন্য ৫,০০০ টাকা ক্যাশব্যাকের (Cashback) ঘোষণা করল সংস্থাটি। ভিভো ভি২৩ই ফোনটি আসলে তার সেলফি ক্যামেরার জন্য অত্যন্ত জনপ্রিয়। ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে ফোনটিতে। সেলফি-সেন্ট্রিক এই ফোনটির দাম শুরু হচ্ছে ২৫,৯৯০ টাকা থেকে। এখন ৫,০০০ টাকা ক্যাশব্যাক দেওয়ার ফলে এই ফোনই আপন পেয়ে যাবেন মাত্র ২০,৯৯০ টাকা। কীভাবে এত কম দামে এই ভিভো ভি২৩ই ফোনটি আপনি পাবেন, কী কী ফিচার্স রয়েছে, সেই সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
কীভাবে ক্যাশব্যাক অফারটি পাওয়া যাবে
ভি২৩ই ফোনটিতে ৫,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে ভিভো। সিলেক্টেড কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলেই এই অফারটি পাওয়া যাবে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই এবং আইডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলেই কাস্টমাররা ভিভো ভি২৩ই ফোনে ৫,০০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এখন যাদের কাছে এই ব্যাঙ্কগুলির কার্ড রয়েছে, তাঁরাই পাবেন অফারটি। ১০ মে পর্যন্ত অফারটি উপলব্ধ হতে চলেছে।
ভিভো ভি২৩ই ৫জি দাম
ভারতে ভিভো ভি২৩ই ৫জি ফোনটির ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯০ টাকা। মিডনাইট ব্লু এবং সানশাইন গোল্ড এই দুই কালার মডেলে ফোনটি পাওয়া যাবে। এখন ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফারের পর ভিভো ভি২৩ই ৫জি ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র ২০,৯৯০ টাকা।
কী বিশেষত্ব এই ফোনের
এই ভিভো ভি২৩ই ফোনটিতে রয়েছে একটি ৬.৪৪ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০হার্ৎজ়। একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাহায্যে।
একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে ফোনটিতে, যার সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ৫০মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
৭.৪১ মিমি পাতলা এই ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম। শক্তিশালী একটি ৪০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে ভিভো ভি২৩ই ফোনে। ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং আউট অফ দ্য বক্স সাপোর্ট করে ফোনটি। মাত্র ৩০ মিনিটের চার্জেই শূন্য থেকে ৬৭ শতাংশ পর্যন্ত চার্জ করে ফেলতে পারে ফোনটি।