Vivo X70 Pro: চারটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, কোন মডেলের দাম কত?
Vivo X70 Pro: ভিভো এক্স৭০ প্রো ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
চিনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৭০ সিরিজ। এই সিরিজে ভ্যানিলা ভ্যারিয়েন্ট ভিভো এক্স৭০, ভিভো এক্স৭০ প্রো এবং ভিভো এক্স৭০ প্রো প্লাস মোট তিনটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। ভিভো এক্স৭০ প্রো মডেলে রয়েছে একটি Exynos ১০৮০ চিপসেট। কালো, নেবুলা এবং সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। চারটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৭০ প্রো মডেল। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের শেষ দিকে থেকে বা পরের মাস অর্থাৎ অক্টোবর মাসের শুরুর দিক থেকে ভিভো এক্স৭০ সিরিজের এই তিনটি ফোন কিনতে পারবেন ক্রেতারা।
চিনে ভিভো এক্স৭০ প্রো মডেলের চারটি স্টোরেজ কনফিগারেশনের দাম কত?
- ভিভো এক্স৭০ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৪২৯৯।
- এছাড়া ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ৪৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৫২,৪০০ টাকা।
- ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৪৭৯৯, ভারতীয় মুদ্রায় ৫৪,৭০০ টাকা।
- ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ৫২৯৯, ভারতীয় মুদ্রায় ৫৭,০০০ টাকা।
ভিভো এক্স৭০ প্রো ফোনে কী কী বৈশিষ্ট্য রয়েছে?
- ভ্যানিলা ভ্যারিয়েন্ট ভিভো এক্স৭০ ফোনের সঙ্গে এই ফোনের ফিচারে অনেক মিল রয়েছে।
- ভিভো এক্স৭০ প্রো ফোনে রয়েছে একটি Exynos ১০৮০ প্রসেসর।
- এই প্রসেসরের সঙ্গে রয়েছে ARM G78 GPU, ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
- ভিভো এক্স৭০ প্রো ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ।
- এই ক্যামেরা সেটিংসে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে ১২ মেগাপিক্সেলের দুটো সেনসর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এই ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরে আবার রয়েছে পেরিস্কোপিক লেন্স।
- ভিভো এক্স৭০ প্রো ফোনের ব্যাটারি ৪৪৫০mAh। এর সঙ্গে রয়েছে ৪৪W Flash Charge ফাস্ট চার্জিং সাপোর্ট। স্মার্টফোনের ওজন ১৮৫ গ্রাম।
অন্যদিকে জানা গিয়েছে, ভ্যানিলা ভ্যারিয়েন্ট ভিভো এক্স৭০ মডেলে রয়েছে একটি MediaTek Dimensity ১২০০ প্রসেসর। আর ভিভো এক্স৭০ প্রো প্লাস ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর। এই দুই মডেলেও রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম। ভিভো এক্স৭০ প্রো ফোনের মতো ভিভো এক্স৭০ ফোনও পাওয়া যাবে কালো, নেবুলা এবং সাদা রঙে। অন্যদিকে ভিভো এক্স৭০ প্রো প্লাস ফোনে রয়েছে কালো, নীল এবং কমলা রঙের অপশন। তিনটি করে স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৭০ এবং ভিভো এক্স৭০ প্রো প্লাস ফোন।