Vivo Smartphone: বর্তমানে ভারতীয় বাজারে স্মার্টফোন কোম্পানিগুলি ইঁদুর দৌড়ে ব্য়স্ত। কার ফোনে কত ভাল ফিচার থাকবে সেই প্রতিযোগিতায় নেমেছে। যদিও এর ফলাফল বেশ ভাল। একের পর এক স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে, যাতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। Vivo কোম্পানিটিও এই দৌড়ে পিছিয়ে নেই। Vivo ভারতে তাদের নতুন স্মার্টফোন Vivo Y100 লঞ্চ করেছে। এটি ভিভো ওয়াই-সিরিজের প্রথম ফোন যা রঙ পরিবর্তন করতে পারে। এর পিছনের প্যানেলে ফ্লোরাইট এজি গ্লাস দেওয়া হয়েছে। Vivo Y100 তে একটি 64-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে যার সঙ্গে OIS দেওয়া হয়েছে। তবে বোঝাই যায়, ফোনটি আপনার হাতে থাকলে সবার নজর কাড়তে বাধ্য়। কেনার আগে জেনে নিন Vivo Y100-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Vivo Y100-এর দাম:
Vivo Y100 মেটাল ব্ল্যাক কালার ছাড়াও প্যাসিফিক ব্লু এবং টোয়াইলাইট গোল্ড কালারে পেশ করা হয়েছে। Vivo Y100-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 24,999 টাকা। এর বিক্রি Flipkart, Amazon এবং Vivo-এর অনলাইন স্টোর থেকে শুরু হয়েছে। ফোনের সঙ্গে কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra), HDFC, ICICI এবং SBI-এর সঙ্গে 1,500 টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে।
Vivo Y100-এর ফিচার ও স্পেসিফিকেশন:
ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.38-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস 1300 nits। এই Vivo Y100-এ MediaTek Dimensity 900 প্রসেসর সহ গ্রাফিক্সের জন্য Mali G68 GPU রয়েছে। এছাড়াও এতে রয়েছে 8 GB RAM এবং 128 GB স্টোরেজ। ফোনটিতে Android 13 ভিত্তিক FunTouchOS 13 রয়েছে।
vivo y100-এর ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে, এতে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি লেন্স হল একটি 64-মেগাপিক্সেল ক্যামেরা যার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)। ক্যামেরার সঙ্গে অ্যান্টি-শেক ক্যামেরা এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন দেওয়া হয়েছে। নাইট মোডের অপশন রয়েছে এবং ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে। দ্বিতীয় এবং তৃতীয় উভয় লেন্সই 2 মেগাপিক্সেলের। সামনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y100 44W FlashCharge ফাস্ট চার্জিং সহ একটি 4500mAh ব্যাটারি প্যাক করে। ফোনটিতে টাইপ-সি পোর্ট রয়েছে। এছাড়াও এতে একটি 3.5 মিমি অডিয়ো জ্যাক রয়েছে।