AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

62,999 টাকার Xiaomi 12 Pro 5G এখন মাত্র 27,999 টাকায়, Croma-র অবিশ্বাস্য অফার

Xiaomi 12 Pro 5G ফোনটি এই মুহূর্তে আপনি ক্রোমা থেকে পেয়ে যাবেন মাত্র 27,999 টাকায়, যেখানে ফোনের আসল দাম 62,999 টাকা। অর্থাৎ একজন কাস্টমার এই ফোনের উপরে মোট 35,000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন, যা এক কথায় ভাবাই যায় না। এই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন Xiaomi 12 Pro 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের উপরে।

62,999 টাকার Xiaomi 12 Pro 5G এখন মাত্র 27,999 টাকায়, Croma-র অবিশ্বাস্য অফার
Xiaomi-র প্রিমিয়াম ফোন এবার মধ্যবিত্তের নাগালে।
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 10:18 AM
Share

Xiaomi 12 Pro 5G Offer Price: তাক লাগানোর ফিচার্সের নিরিখে এই মুহূর্তে বাজারে যে গুটিকয়েক অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল Xiaomi 12 Pro। কিন্তু 5G সাপোর্টেড এই ফোনের দাম এতটাই চড়া যে, মধ্যবিত্তের পক্ষে তা কেনা সত্যিই দুষ্কর। এই ফোনের উপরেই এবার বিরাট ছাড় দিচ্ছে Croma। জনপ্রিয় শাওমি ফোনটি যখন লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 62,999 টাকা। সেই ফোনই এখন অফারে Croma থেকে ক্রয় করতে পারবেন মাত্র 27,999 টাকায়। আশ্চর্যজনক বিষয়টি হল, এই অফারের উপরে কোনও শর্তাবলী প্রয়োগ করা হচ্ছে না। এক্কেবারে সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন Xiaomi 12 Pro-এর উপরে।

মাত্র 27,999 টাকায় Xiaomi 12 Pro 5G

Xiaomi 12 Pro 5G ফোনটি এই মুহূর্তে আপনি ক্রোমা থেকে পেয়ে যাবেন মাত্র 27,999 টাকায়, যেখানে ফোনের আসল দাম 62,999 টাকা। অর্থাৎ একজন কাস্টমার এই ফোনের উপরে মোট 35,000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন, যা এক কথায় ভাবাই যায় না। এই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন Xiaomi 12 Pro 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের উপরে।

এতো না হয় গেল ক্রোমার অফার। এছাড়াও Mi-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon থেকেও আপনি Xiaomi 12 Pro 5G ফোনের উপরে ছাড় পেয়ে যাবেন। দুই প্ল্যাটফর্ম থেকেই ফোনটি আপনি ক্রয় করতে পাবেন 39,999 টাকায়। আবার Mi.com থেকে পেয়ে যাবেন আরও অতিরিক্ত 2,000 টাকার ছাড়। ফ্লিপকার্টও এই ফোনের উপরে ছাড় দিচ্ছে। সেখানে আপনি 49,999 টাকায় ফোনটি কিনতে পারবেন।

যে কয়েকটি Xiaomi 12 Pro 5G কারণে সেরা ফোন

1) পারফরম্যান্সের দিক থেকে এই ফোন সেরা। কারণ, এতে রয়েছে Snapdragon 8 Gen 1 প্রসেসর, যা অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফর্ম করতে পারে। এই দামের মধ্যে এরকম পারফরম্যান্স আর কোনও ফোনে পাওয়া যাবে না।

2) ফোনের ক্যামেরা সেটআপও চমৎকার। 30,000 টাকার প্রাইস ক্যাটেগরির মধ্যে অন্য আর কোনও ফোনে নেই বললেই চলে। দুটি 50MP ক্যামেরা রয়েছে এই ফোনে, যার একটি টেলিফটো লেন্স এবং অপরটি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।

3) এরপরে রয়েছে দুর্ধর্ষ ব্যাটারি। ফোনের চার্জিং ধরে রাখবে 4,600mAh ব্যাটারি। সেই সঙ্গে আবার দেওয়া হচ্ছে একটি 120W ফাস্ট চার্জার।

4) চমৎকার 120Hz AMOLED LTPO স্ক্রিন রয়েছে, যার আকার 6.73 ইঞ্চির। এই ডিসপ্লে আবার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত, যা সাধারণত হাই-এন্ড ফোনে দেখা যায়। HD কোয়ালিটির জন্য ডিসপ্লেটি Dolby Vision এবং HDR10+ সার্টিফায়েড।