Xiaomi 12 Pro Price: অনলাইনে বিভিন্ন স্মার্টফোনের উপর ছাড় দেওয়া হয়। তাই বর্তমানে বেশিরভাগ মানুষই অনেলাইনে শপিং করতে বেশি পছন্দ করে। অনেক বেশি দামের ফোনগুলি কম দামে কিনে ফেলা যায়। Xiaomi জনপ্রিয় স্মার্টফোন Xiaomi 12 Pro এবং Redmi 12C-এর দাম কমিয়েছে। ফোনগুলি আপনি অনেক কম দামে কিনে ফেলতে পারবেন। ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 12 Pro-এর দাম কমানো হয়েছে। এর আগে Xiaomi 13 Pro লঞ্চ করার সময় এই ফোনের দাম 10,000 টাকা কমানো হয়েছিল। তবে চলুন জেনে নেওয়া যাক Xiaomi 12 Pro এবং Redmi 12C কি দামে পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে এই ফোনটি কেনার প্ল্যান করে থাকলে, এই সুযোগ হাতছাড়া করবেন না। Xiaomi 12 Pro-এর দাম আবারও কমেছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে এর দাম কমানো হয়েছিল। এখন তিন মাস পর আবারও এর দাম কমিয়েছে কোম্পানিটি। Xiaomi 12 Pro-এর দাম এবার 8,000 টাকা কমানো হয়েছে। এখন প্রশ্ন হল আপনি এত কম দামে ফোনটি কোথা থেকে কিনবেন? আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যামাজনে কিনতে পারবেন।
এতে কী-কী অফার পাবেন?
Xiaomi 12 Pro-এর 8GB + 128GB ভ্যারিয়েন্টটি আগে 52,999 টাকায় পাওয়া যেত। তবে এখন মাত্র 44,999 টাকায় কিনতে পারবেন। এর 12GB + 256GB ভ্যারিয়েন্টটি 56,999 টাকায় পাওয়া যেত। এখন 48,999 টাকায় নেমে এসেছে। এছাড়াও, ICICI, HDFC, SBI এবং Axis Bank-র ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 2000 টাকা ছাড় পাবেন। এখানেই শেষ হয় আপনি 2000 টাকার এক্সচেঞ্জ অফারও পাবেন। তবে এই টাকার পরিমান নির্ভর করবে আপনার ফোনের অবস্থার উপর। অর্থাৎ সব মিলিয়ে এই ফোনের দাম 14 হাজার টাকা কম হবে।
কোম্পানিটি ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন এনে হাজির করছে। যদিও তার অন্যতম একটি কারণ হল জনপ্রিয়তাকে ধরে রাখা। আর সেই মতোই কোম্পানিটি সম্প্রতি Redmi 12c নামের ফোনটি বাজারে এনেছে। 4 GB RAM এবং 64 GB স্টোরেজ ছাড়াও, 6 GB RAM এবং 128 GB স্টোরেজেও পাওয়া যাচ্ছে। এই ফোনের 4 GB RAM এবং 64 GB স্টোরেজ মডেলের দাম ছিল 8,999 টাকা, যা বর্তমানে 200 টাকা কমে 8,799 টাকা হয়েছে। ফোনটির 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা।