Xiaomi 13 Pro ভারতে ঝড় তুলতে আসছে 26 ফেব্রুয়ারি, দেশের প্রথম 1 ইঞ্চি ক্যামেরা স্মার্টফোন

Xiaomi 13 Pro India Launch Update: এটিই ভারতের প্রথম 1 ইঞ্চি ক্যামেরা স্মার্টফোন হতে চলেছে। পাশাপাশি, Xiaomi 13 Pro হল দেশের প্রথম স্মার্টফোন, যাতে Leica-পাওয়ার্ড ক্যামেরা থাকছে। ফোনের অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Xiaomi 13 Pro ভারতে ঝড় তুলতে আসছে 26 ফেব্রুয়ারি, দেশের প্রথম 1 ইঞ্চি ক্যামেরা স্মার্টফোন
শিগগিরই ভারতে আসছে Xiaomi 13 Pro।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 2:24 PM

Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে, 26 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে তারা ফ্ল্যাগশিপ Xiaomi 13 Series-এর পর্দা উন্মোচন করবে। তবে সুখবর এটা নয়। এতদিন পর্যন্ত চিনা স্মার্টফোন জায়ান্টটি যা করেনি, সেই ছকভেঙেই সংস্থাটি 26 ফেব্রুয়ারিই গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ করবে এই শাওমি 13 ফ্ল্যাগশিপ সিরিজ়টি। এই সিরিজ়ে থাকছে মোট দুটি হ্যান্ডসেট— Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। আকর্ষণীয় বিষয়টি হল, এই ফোন দুটির মধ্যে Xiaomi 13 Pro হতে চলেছে ভারতের প্রথম 1 ইঞ্চি ক্যামেরা স্মার্টফোন। তবে, শাওমির ট্র্যাক রেকর্ড অনুযায়ী মনে করা হচ্ছে, সংস্থাটি ভারতে কেবলই ‘Pro’ মডেলটি লঞ্চ করবে। পাশাপাশি, এটিই ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যাতে Leica-পাওয়ার্ড ক্যামেরা থাকছে। এখন বুঝতেই পারছেন, ক্যামেরার দিক থেকে কতটা চিত্তাকর্ষক হতে চলেছে এই ফোন। শাওমি 13 প্রো ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।

Xiaomi 13 Pro: ফিচার ও স্পেসিফিকেশন

Xiaomi 13 Pro ফোনে থাকছে একটি 6.73 ইঞ্চির কার্ভড ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1440 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং কর্নিং কোরিলা ভিক্টাস দ্বারা সুরক্ষিত। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.9 শতাংশ। এই LTPO প্যানেল ভ্যারিয়েবল রিফ্রেশ রেট অফার করবে— 1Hz থেকে 120Hz। এই ডিসপ্লেতে রয়েছে সেন্টার্ড পাঞ্চ হোল, যেখানে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 12GB পর্যন্ত RAM-এর সঙ্গে। তবে ফোনের আরও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। সেই দুটি মডেলেই 8GB RAM থাকবে এবং 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে।

Xiaomi 13 Pro -র সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার নতুন এবং অত্যন্ত পরিণত ক্যামেরা সিস্টেম। তিনটে ক্যামেরা থাকছে এই ফোনে। থাকছে একটি 50MP-র 1 ইঞ্চির ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, একটি 50MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স, যা 3.2x অপ্টিক্যাল জ়ুম সাপোর্ট করবে।

5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে ফোনটিতে, যা 120W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। একই সঙ্গে আবার 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে এই ফোন। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনটি 5G, ব্লুটুথ 5.3, NFC-সহ একাধিক জিও পজ়িশনিং সিস্টেম সাপোর্ট করবে। সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন।

Xiaomi 13 Pro: কত দাম হতে পারে

না, কম দামে এই ফোন লঞ্চের কোনও সম্ভাবনা ভারতে নেই। জল্পনা চলছে, ভারতে এখনও পর্যন্ত যে সব ফোন Xiaomi লঞ্চ করেছে, তার মধ্যে সবথেকে দামি হতে পারে এই Xiaomi 13 Pro। এদিকে সম্প্রতি iQOO 11 এবং OnePlus 11 লঞ্চ করেছে। সেই দুই ফ্ল্যাগশিপ ফোনের দিকে নজর রেখেই ভারতে Xiaomi 13 Pro-র দাম হতে পারে 65,000 টাকা।