Xiaomi Fan Festival 2023 শুরু হয়ে গিয়েছে। 6 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে এই সে। Mi.com থেকেই মূলত এই সেলে ছাড় থেকে শুরু করে এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন কাস্টমাররা। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টটিভি, স্মার্টহোম গ্যাজেটস, ইত্যাদি আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে। সম্প্রতি লঞ্চ হয়েছে Redmi 12C এবং Redmi Note 12 ফোন দুটি লঞ্চ হয়েছে। এই দুটি ফোনই ইভেন্টে প্রথমবার কিনতে পারবেন কাস্টমাররা, পেয়ে যাবেন ব্যাপক ছাড়ও। এছাড়া আর কোন কোন ডিভাইসে ছাড় পাওয়া যাবে, একনজরে দেখে নেওয়া যাক।
পাঁচ দিনের এই সেলে Redmi 12C ফোনটি আপনি পেয়ে যাবেন দুটি ভার্সনে। তাদের মধ্যে 4GB + 64GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। এর পাশাপাশিই ICICI Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত 500 টাকা ছাড় পেয়ে যাবেন। Mi-এর অফিসিয়াল সাইট ছাড়াও এই ফোন আপনি পেয়ে যাবেন Amazon-এ।
Redmi Note 12 ফোনটিরও দুটি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন এই সেলে। এর 6GB + 64GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 6GB +128GB ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। এই ফোনটির ক্ষেত্রেও ICICI Bank-এর কার্ড ব্যবহারকারীরা 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন। শুধু তাই নয়। যাঁরা দীর্ঘ দিন ধরে Xiaomi বা Redmi ফোন ব্যবহার করছেন, তাঁরাও এই সেলে Redmi Note 12 ফোনের দুটি ভ্যারিয়েন্টের উপরেই পেয়ে যাবেন 1500 টাকা এক্সচেঞ্জ বোনাস।
Xiaomi 13 Pro ফোনেও থাকছে আকর্ষণীয় ছাড়। এই প্রিমিয়াম হ্যান্ডসেট আপনি এখন পেয়ে যাবেন 71,999 টাকায়। অন্য দিকে Redmi A1, Redmi 11 Prime 5G, Redmi Note 12 5G সিরিজ়ের ফোনগুলির উপরে আপনি পেয়ে যাবেন 5,899 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। Xiaomi Pad 5 এবং Redmi Pad এই দুই ট্যাবলেটে ছাড়ের পরে দাম হবে 24,499 এবং 12,999 টাকা। তাছড়া, Xiaomi এবং Redmi Smart টেলিভিশনের উপরে থাকছে 26,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এই সেলে আপনি একাধিক অ্যাক্টিভিটির মাধ্যমে Mi Store App থেকে একাধিক পুরস্কারও জিততে পারবেন। মাত্র 10 টাকা দিয়ে আপনি Redmi Note 12 Pro 5G, Redmi Smart TV 32 এবং Redmi Buds 3 Lite পেয়ে যেতে পারেন। সেলের পাঁচ দিনের প্রতিটা দিনেই দুপুর 12টা এবং সন্ধে 6টায় এক্সক্লুসিভ প্রাইস ড্রপ অফার থাকবে। এক ঘণ্টার জন্য চালু থাকবে সেই অফার।