ভারতে আসছে ওপ্পো রেনো ৫ প্রো ফাইভ-জি, কবে লঞ্চ হবে ফোন, কতটা পকেট ফ্রেন্ডলি, থাকছে কী কী ফিচার

Jan 07, 2021 | 4:50 PM

এই ফোনে ডিসপ্লের ক্ষেত্রে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

ভারতে আসছে ওপ্পো রেনো ৫ প্রো ফাইভ-জি, কবে লঞ্চ হবে ফোন, কতটা পকেট ফ্রেন্ডলি, থাকছে কী কী ফিচার
গ্লিটার ব্লু, অরোরা ব্লু এবং মিডনাইট ব্ল্যাক---- এই তিনটি রঙে আপাতত পাওয়া যাবে ফোনটি।

Follow Us

ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো-র নতুন ফোন। শোনা যাচ্ছে, আগামী ১৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ৫ প্রো। ফাইভ-জি সাপোর্ট এই ফোন গত মাসেই চিনে লঞ্চ হয়েছে। এবার ভারতের বাজারে ডেবিউ করার পালা। জানা গিয়েছে রেনো ৫ প্রো ফাইভ-জি ফোনটি, প্রথম এমন ডিভাইস যার মধ্যে সেট করা হয়েছে মিডিয়া টেকের নতুন Dimensity 1000+ চিপ। তবে অপ্পো রেনো ৫ ফাইভ-জি ভারতে কবে লঞ্চ হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি এখনও।

কী কী ফিচার থাকছে এই ফোনে? দামই বা কত?

১। ওপ্পো রেনো ৫ প্রো ফাইভ-জি ফোনের ৮ জিবি র‍্যামের ক্ষেত্রে দাম হবে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮,৪৮০ টাকা।

২। ১২ জিবি র‍্যামের ক্ষেত্রে ওপ্পো রেনো ৫ প্রো ফাইভ-জি’র দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,০০০ টাকা।

৩। গ্লিটার ব্লু, অরোরা ব্লু এবং মিডনাইট ব্ল্যাক—- এই তিনটি রঙে আপাতত পাওয়া যাবে ফোনটি।

৪। ফোনের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি। রেসোলিউশন 2400 x 1080 pixels এবং রিফ্রেশ রেট 90Hz।

৫। Android 11 with ColorOS 11.1 ভারসান থাকবে ওপ্পোর নতুন ফোনে। এছাড়াও থাকবে MediaTek Dimensity 1000+ চিপ।

৬। ওপ্পোর নতুন ফোনের ক্যামেরাতেও রয়েছে চমক। ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেনসর। সেলফি ক্যামেরা থাকবে ৩২ মেগাপিক্সেল (প্রাইমারি)।

৭। এই ফোনে ডিসপ্লের ক্ষেত্রে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও থাকবে 64W ফাস্ট চার্জিং অপশন। আর ফোনের ব্যাটারি 4,350mAh।

Next Article