Jio New Year Offer: বছর শেষে বাম্পার JIO অফার, 60GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে
Jio Latest Offer: 2999 টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB ডেটা অফার করা হবে। এখন অতিরিক্ত যত দিনেক ভ্যালিডিটি আপনি পাচ্ছেন, সেই সময়কালে অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ যে 24 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি অফার করা হচ্ছে, তাতে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত 60GB ডেটা।

দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা Reliance Jio তার ব্যবহারকারীদের জন্য ‘নিউ ইয়ার অফার’নিয়ে হাজির হয়েছে। বছর ঘুরতে যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে, গ্রাহকরা এখন থেকেই এই অফারের সুবিধা নিতে পারেন। তবে অফারটি কেবল মাত্র Jio 2,999 টাকার প্ল্যানের ক্ষেত্রেই কার্যকর হবে। এটি মুম্বইয়ের টেলিকম জায়ান্টের বেশ পুরনো একটি প্ল্যান, যার ভ্যালিডিটি অনেকটাই বেশি। এখন নতুন অফার জুড়ে দেওয়ার ফলে প্ল্যানটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
Jio New Year Offer 2024
Jio-র 2999 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের 365 দিনের সার্ভিস ভ্যালিডিটি অফার করা হয়। অর্থাৎ আপনি একবার যদি প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে সারা বছর নিশ্চিন্তে থাকতে পারবেন ভয়েস কলিং, ফ্রি ডেটা-সহ অন্য আরও একাধিক অফারে। এখন সব মিলিয়ে এই প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি হয়ে যাচ্ছে 389 দিন। যদি প্রাত্যহিক খরচের হিসেব দেখা যায়, তাহলে 7.70 টাকা ব্য়য় করতে হত এই অতিরিক্ত ভ্যালিডিটিতে। সেটা জিও আপনাকে নিউ ইয়ার অফারে সম্পূর্ণ বিনামূল্যেই দিচ্ছে।
প্ল্যানের অন্যান্য অফারগুলি একই থাকছে। 2999 টাকার Jio প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5GB ডেটা অফার করা হবে। এখন অতিরিক্ত যত দিনেক ভ্যালিডিটি আপনি পাচ্ছেন, সেই সময়কালে অতিরিক্ত ডেটাও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ যে 24 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি অফার করা হচ্ছে, তাতে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত 60GB ডেটা।
শুধু তাই নয়। জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউডের সাবস্ক্রিপশনও অফার করা হবে গ্রাহকদের। জিওসিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানটি পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে মনে রাখা জরুরি, আলাদা করে জিওসিনেমার সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে গেলে গ্রাহকদের 1,499 টাকা খরচ করতে হয়।
