AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Phone Heating Up: ঘনঘন ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা এড়াতে মেনে চলুন ৫টি নিয়ম

আপনার স্মার্টফোন কি দ্রুত গরম হয়ে যায়? তাহলে এই সমস্যা এড়াতে মেনে চলুন ৫টি নিয়ম।

Phone Heating Up: ঘনঘন ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা এড়াতে মেনে চলুন ৫টি নিয়ম
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 2:45 PM
Share

আপনি কি ফোনে একটানা অনেকক্ষণ গান শোনেন বা গেম খেলেন? কিংবা নাগাড়ে ব্যবহার করেন আপনার স্মার্টফোন? আর তার জেরে খুব দ্রুত গরম হয়ে যায় আপনার ফোন? এই সমস্যার সমাধানে এবার থেকে মেনে চলুন কয়েকটি টিপস। এই পাঁচটি নিয়ম মেনে চললে আপনার ফোন সহজে গরম হবে না। বলা ভাল, চট করে গরম হয়ে যাওয়ার সমস্যা থেকে নিজের স্মার্টফোন রক্ষা করতে পারবেন আপনি। কী কী নিয়ম মেনে চলতে হবে, সেগুলো এবার দেখে নিন।

১। কখনই ফোনে ফুল চার্জ বা পুরো চার্জ দেবেন না- এর অর্থ হল ফোনে ১০০ শতাংশ ব্যাটারি চার্জ করবেন না। তার পরিবর্তে ৯০ শতাংশ বা তার থেকে কম চার্জ রাখুন ফোনে। অর্থাৎ অন্তত ২০ শতাংশের ফারাক যেন বজায় থাকে। অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে অনেকসময়েই ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর তুলনায় ফোনের ব্যাটারি কম চার্জ থাকলে তা দীর্ঘদিনে টেঁকসই হয়। দিনে ২ থেকে ৩ বার ফোনে চার্জ দিতেই পারেন। কিন্তু কখনই ফুল চার্জ দেবেন না।

২। মোবাইল কভার ব্যবহার করা বন্ধ করুন- মোবাইলের পিছনে কভার থাকার কারণেও অনেকসময় দ্রুত ফোন গরম হয়ে যায়। আর এই অতিরিক্ত তাপ কোথাও বেরোতে মা পারার ফলে ফোনের পিছনের অংশের গরম ভাব দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও সূর্যের প্রবল তাপ, গরম আবহাওয়াও মোবাইলের তাপমাত্রায় তারতম্য ঘটাতে পারে। কিন্তু ফোনের সুরক্ষার জন্য কভার ব্যবহার করাও আবার কিছু ক্ষেত্রে প্রয়োজন। তাই মাঝে মাঝে ফোনের কভারগুলো খুলে সেগুলো পরিষ্কার করে মুছে নেওয়া প্রয়োজন। মাঝে মাঝে ফোনের কভার খুলে ফোন উল্টো করে (ডিসপ্লে নীচে) ফ্যানের তলায় রেখে দিন।

৩। ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন- যদি ইউজার কোনও নির্দিষ্ট অ্যাপে কাজ না করেন, তাহলে সেই অ্যাপ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। কারণ নাহলে এই সমস্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নাগাড়ে কাজ করতে থাকবে। যার ফলে ক্রমশ গরম হয়ে যাবে ফোন।

৪। ফোনের ব্রাইটনেস- সাধারণ অবস্থা ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। কারণ নাহলে মোবাইলের স্ক্রিন দেখতে যেমন অসুবিধা হয়, তেমনই গরমও হয়ে যায় ফোন। আর বাইরে গেলে আপনার ফোনের ডিসপ্লে বা স্ক্রিন ব্রাইটনেস আপনাআপনিই বেড়ে যাবে, যদি আপনার ফোনে adaptive brightness ফিচার তাহলে।

৫। ফোনে চার্জ দেওয়ার সময় অতি অবশ্যই আসল চার্জার এবং ইউএসবি কেবল ব্যবহার করুন। নাহলে ফোন গরম হওয়ার পাশাপাশি খারাপ হয়ে যেতেই বেশি সময় লাগবে না।

আরও পড়ুন- Amazon Great Indian Festival: কোন সংস্থার রেফ্রিজারেটরে কত ছাড় রয়েছে? দেখে নিন