Interactive Dress: Adobe-এর অবাক পোশাক, বাটনের এক ক্লিকেই বদলাবে রং থেকে ডিজ়াইন সবকিছু

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 22, 2023 | 5:13 PM

Adobe MAX 2023 ইভেন্টে দেখানো হয়েছে এক অভাবনীয় পোশাক, বোতাম টিপলেই যার রং বদলে যাবে। পোশাকের নাম প্রজেক্ট প্রিমরোজ় (Project Primrose)। এই পোশাকটিকে বলা হচ্ছে ইন্টার‌‌্যাক্টিভ ড্রেস, যা এক চুটকিতে তার ডিজ়াইন ও স্টাইল বদলাতে পারে।

Follow Us

Adobe Interactive Dress: কয়েক দিন আগেই লস অ্যাঞ্জেলসে জাঁকজমক করে আয়োজিত হল Adobe MAX 2023। ফ্যাশন দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে সেই ইভেন্ট। সেই ইভেন্টেই দেখানো হয়েছে এক অভাবনীয় পোশাক, বোতাম টিপলেই যার রং বদলে যাবে। পোশাকের নাম প্রজেক্ট প্রিমরোজ় (Project Primrose)। এই পোশাকটিকে বলা হচ্ছে ইন্টার‌‌্যাক্টিভ ড্রেস, যা এক চুটকিতে তার ডিজ়াইন ও স্টাইল বদলাতে পারে।

Adobe MAX 2023 ইভেন্টে প্রেজ়েন্টেশনটি যিনি দেখাচ্ছিলেন তিনি গবেষণা বিজ্ঞানী ক্রিস্টিন ডিয়ের্ক। তিনি যে ভাবে পোশাকটি প্রদর্শন করেছিলেন, তা সবাইকে অবাক করে দিয়েছিল। তার বড় কারণ ছিল পোশাকের অসাধারণ ক্ষমতা। অনবদ্য এই গারমেন্টটি আসলে ডিয়ের্কেরই মস্তিষ্কপ্রসূত। ড্রেসটিকে স্টেজে সকলের সামনে দেখানোর সময় বললেন, ‘ডিজিটাল ড্রেস মানুষের জীবনে ফ্যাব্রিক নিয়ে আসবে।’

ইন্টার‌্যাক্টিভ ড্রেসটি তিনি যখন পরছিলেন, তখন বলেন, “ঐতিহ্যগত পোশাক যেমন সবসময় স্ট্যাটিক থাকে, এই প্রিমরোজ় আমার লুক মুহূর্তের মধ্যে রিফ্রেশ করে দেয়।” স্ট্র্যাপলেস নি-লেংথের এই পোশাকে রয়েছে অগুনিক ছোট্ট, স্কেলের মতো স্ক্রিন। অনুষ্ঠানে ডিয়ের্ক যখনই মুহূর্ত শব্দটা উল্লেখ করলেন, সঙ্গে সঙ্গে পোশাকটি তার বর্ণ পরিবর্তন করল। সত্যিই যেন মুহূর্তের মধ্যে সেটি ক্রিম রং থেকে রূপালিতে রূপান্তরিত হয়ে গেল। আর সেই রূপান্তর সেখানে উপস্থিত দর্শকদের যেন মুহূর্তের মধ্যেই একপ্রকার মোহিত করেছিল।

তবে এই প্রাথমিক রং পরিবর্তনের পাশাপাশিই পোশাকটিতে তাক লাগানোর মতো আরও একাধিক বিষয় ছিল। পোশাকের স্কেলগুলি শেভরনের মতো স্ট্রাইপ থেকে শুরু করে হিরের নকশা পর্যন্ত একাধিক নিদর্শন তৈরি করে, যা সত্যিই চমকের থেকে কম কিছুই ছিল না। ইভেন্টের এই অংশের সঞ্চালনা করছিলেন মার্কিন কৌতুকাভিনেতা অ্যাডাম ডিভাইন। পোশাকটিকে দেখানোর আগেই তিনি বলে ওঠেন, “রেড কার্পেটগুলি বেশ চটকদার হতে চলেছে!”

প্রজেক্ট প্রাইমরোজ়ের মূলে রয়েছে নন-ইমিসিভ টেক্সটাইল ব্যবহারের ধারণা, যা অপটিক্যাল ইফেক্ট কাজে লাগিয়ে সূর্যালোক বা অন্যান্য কোনও সোর্সকে গ্রাফিক প্যাটার্নে কনভার্ট করতে পারে। পরিধানযোগ্য, নমনীয় এই পোশাক ও সর্বোপরি এই কনসেপ্টটি কনটেন্ট ক্রিয়েটর এবং ডিজ়াইনারদের ক্রিয়েটিভিকে ইন্টার‌্যাক্টিভ পোশাকে পরিণত করার ক্ষমতা দিতে পারে বলে তার সৃষ্টিকর্তা জানিয়েছেন।

Adobe Interactive Dress: কয়েক দিন আগেই লস অ্যাঞ্জেলসে জাঁকজমক করে আয়োজিত হল Adobe MAX 2023। ফ্যাশন দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে সেই ইভেন্ট। সেই ইভেন্টেই দেখানো হয়েছে এক অভাবনীয় পোশাক, বোতাম টিপলেই যার রং বদলে যাবে। পোশাকের নাম প্রজেক্ট প্রিমরোজ় (Project Primrose)। এই পোশাকটিকে বলা হচ্ছে ইন্টার‌‌্যাক্টিভ ড্রেস, যা এক চুটকিতে তার ডিজ়াইন ও স্টাইল বদলাতে পারে।

Adobe MAX 2023 ইভেন্টে প্রেজ়েন্টেশনটি যিনি দেখাচ্ছিলেন তিনি গবেষণা বিজ্ঞানী ক্রিস্টিন ডিয়ের্ক। তিনি যে ভাবে পোশাকটি প্রদর্শন করেছিলেন, তা সবাইকে অবাক করে দিয়েছিল। তার বড় কারণ ছিল পোশাকের অসাধারণ ক্ষমতা। অনবদ্য এই গারমেন্টটি আসলে ডিয়ের্কেরই মস্তিষ্কপ্রসূত। ড্রেসটিকে স্টেজে সকলের সামনে দেখানোর সময় বললেন, ‘ডিজিটাল ড্রেস মানুষের জীবনে ফ্যাব্রিক নিয়ে আসবে।’

ইন্টার‌্যাক্টিভ ড্রেসটি তিনি যখন পরছিলেন, তখন বলেন, “ঐতিহ্যগত পোশাক যেমন সবসময় স্ট্যাটিক থাকে, এই প্রিমরোজ় আমার লুক মুহূর্তের মধ্যে রিফ্রেশ করে দেয়।” স্ট্র্যাপলেস নি-লেংথের এই পোশাকে রয়েছে অগুনিক ছোট্ট, স্কেলের মতো স্ক্রিন। অনুষ্ঠানে ডিয়ের্ক যখনই মুহূর্ত শব্দটা উল্লেখ করলেন, সঙ্গে সঙ্গে পোশাকটি তার বর্ণ পরিবর্তন করল। সত্যিই যেন মুহূর্তের মধ্যে সেটি ক্রিম রং থেকে রূপালিতে রূপান্তরিত হয়ে গেল। আর সেই রূপান্তর সেখানে উপস্থিত দর্শকদের যেন মুহূর্তের মধ্যেই একপ্রকার মোহিত করেছিল।

তবে এই প্রাথমিক রং পরিবর্তনের পাশাপাশিই পোশাকটিতে তাক লাগানোর মতো আরও একাধিক বিষয় ছিল। পোশাকের স্কেলগুলি শেভরনের মতো স্ট্রাইপ থেকে শুরু করে হিরের নকশা পর্যন্ত একাধিক নিদর্শন তৈরি করে, যা সত্যিই চমকের থেকে কম কিছুই ছিল না। ইভেন্টের এই অংশের সঞ্চালনা করছিলেন মার্কিন কৌতুকাভিনেতা অ্যাডাম ডিভাইন। পোশাকটিকে দেখানোর আগেই তিনি বলে ওঠেন, “রেড কার্পেটগুলি বেশ চটকদার হতে চলেছে!”

প্রজেক্ট প্রাইমরোজ়ের মূলে রয়েছে নন-ইমিসিভ টেক্সটাইল ব্যবহারের ধারণা, যা অপটিক্যাল ইফেক্ট কাজে লাগিয়ে সূর্যালোক বা অন্যান্য কোনও সোর্সকে গ্রাফিক প্যাটার্নে কনভার্ট করতে পারে। পরিধানযোগ্য, নমনীয় এই পোশাক ও সর্বোপরি এই কনসেপ্টটি কনটেন্ট ক্রিয়েটর এবং ডিজ়াইনারদের ক্রিয়েটিভিকে ইন্টার‌্যাক্টিভ পোশাকে পরিণত করার ক্ষমতা দিতে পারে বলে তার সৃষ্টিকর্তা জানিয়েছেন।

Next Article